Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অসুস্থ স্বামীর সেবায় প্যারোলে মুক্তি চেয়ে দীপু মনির আবেদন

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৫ ১৪:৪৪ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ১৬:৩৬

ডা. দীপু মনি। ফাইল ছবি

ঢাকা: জুলাই-আগস্ট আন্দোলনে গণহত্যার অভিযোগে গ্রেফতার সাবেক মন্ত্রী ডা. দীপু মনির প্যারোলে মুক্তি চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) শুনানি শেষে দীপু মনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে বলেছেন ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনাল সূত্র জানায়, গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ। এ জন্য স্বামীর পাশে থাকতে প্যারোলে মুক্তির আবেদন করেছিলেন তিনি।

এর আগে, ১৬ আগস্ট সাবেক এই সমাজকল্যাণমন্ত্রীকে রাজধানীর বারিধারা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। তিনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে ১৩ আগস্ট মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করা হয়।

বিজ্ঞাপন

মামলার অভিযোগে বলা হয়, ১৯ জুলাই মোহাম্মদপুরের বসিলার ৪০ ফিট এলাকায় শান্তিপূর্ণ মিছিল সমাবেশ করছিলেন ছাত্র-জনতা। এতে নির্বিচারে গুলি চালায় পুলিশ। রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানি আবু সায়েদ মাথায় গুলিবিদ্ধ হন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সারাবাংলা/আরএম/ইআ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর