Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিয়াল মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হ‌য়ে বৃ‌দ্ধের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৫ ১৪:৪২

নিহত আব্দুল হা‌কি‌মের মরদেহের পাশে স্বজনরা।

কু‌ড়িগ্রাম: জেলার উলিপু‌র উপজেলায় শিয়াল মারার ফাঁদে ‌বিদ‌্যুৎস্পৃষ্ট হ‌য়ে আব্দুল হা‌কি‌ম (৬০) না‌মে এক বৃ‌দ্ধের মৃত‌্যু হ‌য়ে‌ছে।

বুধবার (৩০ এপ্রিল) সকা‌লে পৌর শহ‌রের না‌রি‌কেলবা‌ড়ি সন‌্যাসীরতলা এলাকায় এ ঘটনা ঘ‌টে।
নিহত আব্দুল হা‌কিম ওই এলাকার নুরুল হ‌কের ছে‌লে।

নিহ‌তের স্বজন ও স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, আব্দুল হা‌কিম বা‌ড়ির পা‌শে আট শতক জ‌মি‌তে পাট চাষ ক‌রতেন। সম্প্রতি ওই ক্ষে‌তে শিয়া‌লের উপদ্রব বৃ‌দ্ধি পাওয়ায় পাট গাছ ভে‌ঙে ফেল‌ছে। শিয়া‌লের হাত থে‌কে পাট গাছ রক্ষা কর‌তে পাট ক্ষে‌তে বৈদ‌্যু‌তিক ফাঁদ তৈ‌রি ক‌রেন তিনি। বুধবার সকা‌লে ‌বিদ‌্যু‌তের সং‌যোগ বি‌চ্ছিন্ন না ক‌রেই পাট ক্ষে‌ত দেখ‌তে গে‌লে ভুলবশত আব্দুল হা‌কিম বিদ‌্যুৎস্পৃষ্ট হয়ে জ‌মি‌তেই প‌ড়ে থা‌কেন। প‌রে সকাল ৯টার দি‌কে স্থানীয় এক বা‌সিন্দা ঘাস কাট‌তে গি‌য়ে তা‌কে পড়ে থাক‌তে দে‌খে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক তাকে মৃত ঘোষণা ক‌রেন।

বিজ্ঞাপন

উলিপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ও‌সি) ‌জিল্লুর রহমান বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে জানান, ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। আইনি ব‌্যবস্থা নেওয়া হ‌বে।

সারাবাংলা/এসডব্লিউ

বিজ্ঞাপন

দূষিত নগরীর তালিকায় আজ ঢাকা ২৩তম
১৮ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪৩

আরো

সম্পর্কিত খবর