Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশ হেফাজত থেকে পালানো ২ আসামির একজন গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৫ ১৪:৪৮

পলাতক আসামি ইকবাল হোসেন গ্রেফতার।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম আদালতে পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া দুই আসামির একজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে নগরীর খুলশী থানার তুলাতলি রেললাইন সংলগ্ন কলোনি থেকে তাকে জেলা পুলিশের একটি টিম গ্রেফতার করেছে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. রাসেল জানিয়েছেন, পালিয়ে যাওয়া দুজনের মধ্যে ইকবাল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। পলাতক আরেক আসামি আনোয়ার হোসেনকে গ্রেফতারে অভিযান চলছে।

ইকবাল হোসেন চট্টগ্রামের লোহাগাড়া থানার একটি হত্যা মামলার আসামি। আনোয়ার সীতাকুণ্ড থানার মাদক আইনের একটি মামলার আসামি।

পুলিশের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে তাদের নির্ধারিত হাজিরার জন্য চট্টগ্রাম কারাগার থেকে আদালতে নেওয়া হয়েছিল। হাজিরা শেষে দুপুরে তাদের জেলা আদালতের হাজতখানায় রাখা হয়েছিল। সেখান থেকে কারাগারে ফেরত নেওয়ার জন্য প্রিজন ভ্যানে তোলার সময় কৌশলে দুই আসামি পালিয়ে যান।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এসডব্লিউ

বিজ্ঞাপন

দূষিত নগরীর তালিকায় আজ ঢাকা ২৩তম
১৮ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪৩

আরো

সম্পর্কিত খবর