Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যারাই এ দেশে জন্ম নিয়েছে তারা প্রত্যেকে এ দেশের নাগরিক: মির্জা ফখরুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৫ ১৬:২২ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ১৯:১২

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঠাকুরগাঁও: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনারা নিজদেরকে কখনো ছোটো মনে করবেন না, বহিরাগত মনে করবেন না। যারাই এ দেশে জন্ম নিয়েছে তারা প্রত্যেকে এ দেশের নাগরিক।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও কালিবাড়ি মন্দির প্রাঙ্গনে শ্রী শ্রী শনিদেবের ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হিন্দু সম্প্রদায়ের মানুষদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আপনাদের যেকোনো রাজনীতি করবার বা না করবার অধিকার আছে, স্বাধীন মত প্রকাশের সম্পূর্ণ স্বাধীনতা আছে, ভালো মন্দ বিবেচনা করার অধিকার রয়েছে। এগুলো কারো দয়া নয়, এগুলো আপনার অধিকার, আপনাদের এই অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা জীবন দিতেও প্রস্তুত আছি।

মির্জা ফখরুল বিশ্বকবি রবীন্দ্রনাথকে উদ্ধৃত করে বলেন, আমাদেরকে হৃদয় প্রসারিত করে মানুষকে ভালবেসে সহনশীলতা ও পরমতসহিষ্ণুতাকে বুকে ধারণ করে দেশ ও সমাজকে এগিয়ে নিতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউবে চরম মিথ্যা প্রচারণা ছড়িয়ে বিভ্রান্তি বিভাজন তৈরি করার অপচেষ্টা করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আমি অন্তত সেই বিভাজনের ফাঁদে পা দেওয়ার মানুষ না। আমি সামাজিক যোগাযোগমাধ্যম দেখি না।

হিন্দু সম্প্রদায়ের মানুষজনকে বুকে বল আনার কথা বলে তিনি বলেন, আমরা একই বৃন্তে ফোঁটা দুটি ফুল। ব্যক্তিগত অভিজ্ঞতার স্মৃতিচারণ করে দুই সম্প্রদায়ের মধ্যে অতীত সৌহার্দ্যতার দৃষ্টান্ত তুলে ধরে তিনি বলেন, আসুন আমরা হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিষ্টান সবাই ঐক্যবদ্ধ হয়ে একটা নতুন সুন্দর বাংলাদেশ গড়ে তুলি।

সত্যজিৎ কুমার কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত ফলক উন্মোচন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রবীন আইনজীবী বলরাম গুহ ঠাকুরতা, মনোরঞ্জন সিং, চিন্তাহরণ দেবনাথ ও শুভাস চন্দ্র মল্লিক প্রমুখ। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন, সহ-সভাপতি ওবায়দুল্লা মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ফলক উন্মোচন শেষে বিএনপি মহাসচিব শহরের মন্দির পাড়াস্থ মাদার তেরেসা স্কুল পরিদর্শন করেন এবং সেখানে ছাত্র-শিক্ষক-অভিভাবকদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দেন।

সারাবাংলা/এইচআই

বিএনপি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজ্ঞাপন

চট্টগ্রামে মিরাজময় একটা দিন
৩০ এপ্রিল ২০২৫ ১৯:০২

চিন্ময় দাসের জামিন স্থগিত
৩০ এপ্রিল ২০২৫ ১৮:৫৩

আরো

সম্পর্কিত খবর