আশু বাস্তবায়নযোগ্য সংস্কার সুপারিশ চূড়ান্ত করেছে ইসি
৩০ এপ্রিল ২০২৫ ১৭:২১ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ১৮:২৪
ঢাকা: আশু বাস্তবায়নযোগ্য সংস্কার সুপারিশ চুড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (৩০ এপ্রিল) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।
তিনি জানান, রাজনৈতিক বিতর্ক ও আর্থিক সংশ্লেষ নেই- বাস্তবায়নযোগ্য এমন নির্বাচনি সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে। ১০ থেকে ১২টি সুপারিশ হবে সব মিলিয়ে।
এটা এখন পাঠিয়ে দেবো। এখানে তিন ধরণের ক্যাটাগরি ছিল। যেটা আশু বাস্তবায়নযোগ্য কিন্তু রাজনৈতিক কোনো বিতর্ক নাই, সেগুলো আমরা অনুমোদন দিয়ে দিয়েছি। যেগুলো ঐক্যমতের বিষয় আছে- সেগুলো নিয়ে আমরা কোনো মন্তব্য করিনি। আবার যেগুলো আগে দিয়েছি, সেগুলো বলেছি।
আখতার আহমেদ বলেন, কিছু আছে নির্বাচন কমিশন নিজেই বাস্তবায়ন করবে। বিধি সংশ্লিষ্ট যেগুলো, সেগুলো ইসি করতে পারবে। রাজনৈতিক দলগুলো যে বিষয়গুলোতে একমত হবে সেগুলো নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই।
সারাবাংলা/এনএল/আরএস