Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাশ্মীর সীমান্তে টহল দিতে গিয়ে পিছুহটল ভারতীয় যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক
৩০ এপ্রিল ২০২৫ ১৭:৩৮ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ১৮:২৪

যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত

জুম্ম ও কাশ্মীর সীমান্তে চারটি ভারতের রাফায়েল যুদ্ধবিমান টহল দিতে গিয়ে পিছুহটতে বাধ্য হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের বিমানবাহিনী। বুধবার (৩০ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২৯ এপ্রিল) গভীর রাতে নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছে চারটি ভারতীয় রাফায়েল যুদ্ধবিমান টহলরত অবস্থায় দেখতে পায় পাকিস্তান বিমান বাহিনী (পিএএফ)। ভারতীয় বিমানগুলো অবৈধভাবে অধিকৃত জম্মু ও কাশ্মীরের আকাশসীমার মধ্যে টহল দিচ্ছিল। সেই সময় পাকিস্তানি বিমানবাহিনী তাদের উপস্থিতি টের পেয়ে দ্রুত প্রতিক্রিয়া জানায়। এতে ভারতীয় বিমানগুলো পিছুহটতে বাধ্য হয়।

বিজ্ঞাপন

পাকিস্তানি সংবাদমাধ্যম পিটিভি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আকাশসীমা লঙ্ঘন না করলেও নিয়ন্ত্রণরেখার খুবই কাছে টহল দিচ্ছিল যুদ্ধবিমানগুলো। ওই বিমানগুলো নিয়ন্ত্রণ রেখা (এলওসি) অতিক্রম করেনি। তবে, পাকিস্তান বিমানবাহিনী তাৎক্ষণিকভাবে ভারতীয় বিমানগুলো শনাক্ত করে। তাদের প্রস্তুত প্রতিরক্ষার কারণে ভারতীয় বিমানগুলো একপর্যায়ে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়।

গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন; যাদের বেশিরভাগই পর্যটক। এই ঘটনাটি ২০০০ সালের পর থেকে এই অঞ্চলের সবচেয়ে মারাত্মক ঘটনাগুলোর মধ্যে একটি।

এর প্রতিক্রিয়ায় ২৩ এপ্রিল ভারত একতরফাভাবে সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিতসহ বেশ কিছু সিদ্ধান্ত নেয়। অন্যদিকে এর একদিন পরেই ২৪ এপ্রিল পাকিস্তান ১৯৭২ সালের সিমলা চুক্তি স্থগিত করে এবং ভারতীয় বিমানের জন্য তার আকাশসীমা বন্ধ করার হুমকি দেয়।

বিজ্ঞাপন

ভারত শুরু থেকেই পেহেলগামের হামলার জন্য পাকিস্তানের জড়িত থাকার কথা বলে আসছিল। যদিও তারা সুনির্দিষ্ট কোনো প্রমাণ দেখাতে পারেনি। অন্যদিকে পাকিস্তান দৃঢ়ভাবে জড়িত থাকার কথা অস্বীকার করে আসছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সত্য নির্ণয়ের জন্য ঘটনার স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন।

এদিকে, পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তা তারার মঙ্গলবার রাতে সতর্ক করে দিয়েছিলেন, ইসলামাবাদের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যে ভারত সাম্প্রতিক পেহেলগাম হামলাকে অজুহাত হিসেবে ব্যবহার করে আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে সামরিক হামলা চালাতে পারে।

সারাবাংলা/এইচআই

কাশ্মীর ভারত-পাকিস্তান উত্তেজনা ভারতীয় যুদ্ধবিমান যুদ্ধবিমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর