Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বনশ্রীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৫ ১৮:০৪ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ১৯:০৭

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর খিলগাঁও বনশ্রী এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। এই ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ।

বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে খিলগাঁও বনশ্রী ইন্টেলিজেন্সিয়া স্কুল অ্যান্ড কলেজের বিপরীত পাশের রাস্তায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত পাভেল মিয়া (২১) নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মজিনা নদীর পাড় এলাকার মো. মামুন মিয়ার ছেলে। আর নোমান (২২) একই উপজেলার সাবাসপুর গ্রামের নুর ইসলামের ছেলে।

জানা যায়, ঘটনাস্থলে একটি অটোরিকশা মোটরসাইকেলটিকে চাপ দিলে যাত্রীবাহী মিয়ামী এয়ারকন বাসের সঙ্গে ধাক্কা লেগে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে নোমান মারা যায়। আর পাভেলকে পথচারীরা আল রাজি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দাউদ হোসেন জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার পরপরই বাসটিকে জব্দ করা হয়। তবে এর চালক পালিয়ে গেছেন।

সারাবাংলা/এসএসআর/এইচআই

বাসচাপা মোটরসাইকেল আরোহী নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর