Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফতাবনগরে ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৫ ১৮:০৫ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ১৯:০৬

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর আফতাবনগরের বাসার দশ তলা ছাদ থেকে পড়ে তাসকিয়া তানহা (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

বুধবার (৩০ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে স্বজনরা মুমূর্ষ অবস্থায় ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে মৃত তানহার বোন তাবাসসুম জানান, তাদের বাসা রামপুরার আফতাবনগর পাসপোর্ট অফিসের পাশে। সেখানে দশ তলা একটি ভবনে থাকতেন তারা। বাবার নাম আব্দুস সালাম। তানহা ছাদ থেকে নিচে পড়ে গেছে জানার পরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বৃষ্টির সময় তানহা একাই ছাদে উঠেছিল। তবে কিভাবে সে নিচে পড়ে গেছে, সেটা আমাদের জানা নেই।’

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত তানহার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

সারাবাংলা /এসএসআর/এসডব্লিউ

বিজ্ঞাপন

দূষিত নগরীর তালিকায় আজ ঢাকা ২৩তম
১৮ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪৩

আরো

সম্পর্কিত খবর