Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ শিক্ষার্থী কুড়িল থেকে উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৫ ১৮:১৯ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ১৯:০৬

ছবি: সংগৃহীত

ঢাকা: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ হওয়া ছাত্রী তাহিয়াকে কুড়িল বিশ্বরোড থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টায় তাকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন নিখোঁজ শিক্ষার্থীর বাবা মো. আব্দুল কুদ্দুস।

জিডির তদন্তকারী কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফ বলেন, নিখোঁজ ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ব্যাপারে ওই ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে থানায় নেওয়া হয়।

পরিবারের পক্ষ থেকে জানা যায়, নিখোঁজের একদিন পর পুলিশে যোগাযোগ করা হলেও কোনো খোঁজ পাওয়া যায়নি তার। পরবর্তীতে ডিএমপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়।

সারাবাংলা/ইউজে/এইচআই

উদ্ধার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নিখোঁজ বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর