সারা দেশে থাকা শেখ পরিবারের জমি জব্দের আদেশ
৩০ এপ্রিল ২০২৫ ১৮:৩০ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ২০:১২
ঢাকা: ঢাকা-খুলনাসহ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ পরিবারের সদস্যদের নামে থাকা বিভিন্ন জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।
এদিন সম্পদ জব্দের আদেশ চেয়ে আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মো. মনিরুল ইসলাম।
আদালত সূত্র জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নামে রাজধানীর বারিধারায় থাকা ৪ কোটি ৯৮ লাখ টাকা মূল্যের প্লট জব্দ করা হয়। এছাড়া, শেখ হাসিনার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নামে খুলনার দিঘলিয়ায় থাকা ৮৭ দশমিক ৭০ শতাংশ জমি, যার দলিলমূল্য ৬১ লাখ ৮৭ হাজার টাকা। শেখ রেহেনার নামে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থাকা ১৯ শতাংশ জমি, যার মূল্য ২০ লাখ ৫০ হাজার টাকা। শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিকর নামে খুলনার দিঘলিয়ায় থাকা ৮৭ দশমিক ৭০ শতাংশ জমি, যার মূল্য ৪১ লাখ ২৪ হাজার ৫০০ টাকা জব্দের আদেশ দেন আদালত।
দুদকের আবেদনে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান এখনো চলমান। অনুসন্ধানে তাদের এ স্থাবর সম্পত্তির তথ্য উঠে এসেছে। তারা যেন এটি বিক্রি বা হস্তান্তর করতে না পারেন এজন্য জব্দ করা প্রয়োজন।
সারাবাংলা/আরএম/পিটিএম