বেসরকারি শিক্ষকদের বদলির সফটওয়্যার জুনের মধ্যে তৈরির নির্দেশ
স্টাফ করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৫ ১৮:৪০ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ২১:০৪
৩০ এপ্রিল ২০২৫ ১৮:৪০ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ২১:০৪
ঢাকা: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলির সফটওয়্যার আগামী জুন মাসের মধ্যে তৈরির নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। এরইমধ্যে কাজ শুরু করেছে মাউশি।
মঙ্গলবার (৩০ এপ্রিল) সফটওয়্যার তৈরিতে গঠিত কমিটির সভায় এ রোডম্যাপ ঘোষণা করা হয় বলে জানা গেছে।
এ বিষয়ে মাউশির উপ-পরিচালক (মাধ্যমিক-২) মো. ইউনুছ ফারুকী গণমাধ্যমকে জানান, ‘বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় যে পরিপত্র জারি করেছে, সে অনুযায়ীই বদলি কার্যক্রম পরিচালনা করা হবে। অর্থাৎ, আমরা অক্টোবর থেকেই বদলি চালু করতে চাই। এজন্য একটি সফটওয়্যার তৈরির কাজ চলছে।
তিনি আরও জানান, ‘আমাদের পরিকল্পনা হলো- মে থেকে জুন মাসের মধ্যে বদলির সফটওয়্যার তৈরি করার। সে পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি। আমাদের একটি উইংকে এ বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে।’
সারাবাংলা/এনএল/এনজে