Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শ্রমিকদের ভাগ্যোন্নয়নে যথাযথ কর্মসূচি নিয়েছিল বিএনপি’

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৫ ১৮:৪৮ | আপডেট: ২৪ মে ২০২৫ ১৮:০৬

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

ঢাকা: শ্রমিকদের ভাগ্যোন্নয়নে বিএনপি যথাযথ কর্মসূচি নিয়েছিল বলে দাবি করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মহান মে দিবস উপলক্ষ্যে বুধবার (৩০ এপ্রিল) বিকেলে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ দাবি করেন।

তারেক রহমান বলেন, ‘এ দেশে শ্রম আইন সংস্কার ও আধুনিকীকরণ, বেতন ও মুজুরি কমিশন গঠন, গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ, বাস্তবায়ন ও তাদের বোনাস দেওয়ার ব্যবস্থা নেওয়া, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠন, গার্মেন্টস শ্রমিকদের সন্তানদের চিকিৎসা ও তাদের লেখা-পড়ার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার মাধ্যমে বাংলাদেশের শ্রমিক সমাজের ভাগ্যোন্নয়নে যথাযথ কর্মসূচি নিয়েছিল বিএনপি।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমাদের দেশে সবচেয়ে বেশি শ্রমিক রয়েছে পোশাক শিল্পে। এই শিল্পে শহিদ জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয়। পোশাক শ্রমিকদের কল্যাণে দেশ আজ ক্রমবর্ধমান অগ্রগতির দিকে ধাবিত হচ্ছে। আগামীতেও বিএনপি ক্ষমতাসীন হলে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কল্যাণ ও অগ্রগতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ঘোষণা করছি।’

তারেক রহমান বলেন, ‘দুঃশাসনের প্রকোপে শ্রমিক শ্রেণি ছিল সবচেয়ে নিপীড়িত। গতবছর গণঅভ্যুত্থানে ছাত্রদের সঙ্গে শ্রমিকদের আত্মদানের মাধ্যমে আওয়ামী ফ্যাসীবাদের পতন হয়। এখন শ্রমিকের ন্যায্য অধিকার বাস্তবায়নের জন্য কোনো প্রতিবন্ধকতা থাকার কথা না। তথাপিও শ্রমিকরা অবহেলিত ও অধিকার বঞ্চিত। দেশে গণতান্ত্রিক সমাজ নির্মাণ হলেই শ্রমজীবী মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা পাবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মূল্যস্ফীতির চাপে শ্রমজীবী মানুষ এখনো দুঃখ-কষ্টে জীবন যাপন করছে।’

তিনি বলেন, ‘শহিদ জিয়াউর রহমান বীর উত্তম ছিলেন একজন যথার্থ শ্রমিক। তিনি নিজেকে সব সময় একজন শ্রমিক হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করতেন। শ্রমিকদের দুটো হাতকে তিনি উন্নয়নের চাবিকাঠি বলতেন। এ দেশের শ্রমিকের কল্যাণে তিনি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন।’

সারাবাংলা/এজেড/এইআ

তারেক রহমান বিএনপি মহান মে দিবস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর