Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লার গোবিন্দপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৫ ১৯:১৮

মরদেহ। প্রতীকী ছবি

কুমিল্লা: কুমিল্লার লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে পারিবারিক কলহের জেরে মোসা. রোকসানা আক্তার (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন যাবৎ তাদের সংসারে পারিবারিক কলহ লেগেই আছে। এরই মধ্যে বুধবার (৩০ এপ্রিল) সকালে ঘুম থেকে উঠার পর রোকসানার স্বামীর ঘর থেকে চিৎকারের শব্দ শুনে তারা দৌড়ে রোকসানার ঘরে গিয়ে দেখতে পান রোকসানার ঝুলন্ত মরদেহ। পরে পুলিশ খবর দিলে পুলিশ এসে নিহতের লাশ নিয়ে যায়।

বিজ্ঞাপন

নিহত রোকসানার পরিবারের দাবি, তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। তারা বলেন, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এরই জের ধরে রোকসানার স্বামী মো. ফয়সাল তাকে হত্যা করেছেন বলে তাদের সন্দেহ।

এদিকে নিহত রোকসানার স্বামী ফয়সালের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে এটি আত্মহত্যার ঘটনা। তার পরিবার আরও বলেন, দাম্পত্য কলহ কিছুদিন ধরেই চলছিল, যা হয়তো রোকসানাকে মানসিক চাপে ফেলেছিল।

নিহত রোকসানা পাশ্ববর্তী পলকোট গ্রামের মো. আলী আশ্রাফের মেয়ে। তার স্বামী ফয়সাল গোবিন্দপুর গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে।

এ বিষয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা বলেন, আমরা খবর পেয়ে ঘটনার স্থানে পুলিশ পাঠিয়েছি। প্রাথমিকভাবে সুরতহাল করে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নিবো। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যাই।

সারাবাংলা/এনজে

উদ্ধার গৃহবধূ ঝুলন্ত লাশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর