ফরিদপুর: ফরিদপুরে জুলাই গনঅভ্যুত্থানে ‘সি’ ক্যাটাগরি আহত জুলাই যোদ্ধাদের মধ্যে আর্থিক অনুদানের ১০৩টি চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আহত যোদ্ধাদের হাতে চেক তুলে দেয়া হয়।
মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মাধ্যমে পাওয়া চেক হস্তান্তর অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে উক্ত চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস, ডেপুটি সিভিল সার্জন ডা. শাহ্ মোহাম্মাদ বদরুদ্দোজা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজ, সদস্য সচিব সোহেল রানাসহ জুলাই গণঅভ্যুত্থানে আহত অন্যান্য শিক্ষার্থীরা। এ সময় বক্তারা গনঅভ্যুত্থানে নিহত শহিদদের আত্মার শান্তি কামনায় ১ মিনিট নিরবতা পালন ও দোয়া করা হয়।
চেক হস্তান্তর অনুষ্ঠানে বক্তারা বলেন, জীবনের ঝুঁকি নিয়ে তারা স্বৈরাচার পতনে জুলাই গনঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আর্থিক সহায়তা নিয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য বর্তমান সরকারকে ধন্যবাদ জানান তারা। এছাড়াও আগামীর বাংলাদেশ গড়তে তারা সব সময় সরকারের পাশে থাকার অভিপ্রায় ব্যক্ত করে।
প্রসঙ্গত, জুলাই গণভ্যুত্থানে আহতদের সহায়তা, চিকিৎসা এবং পুনর্বাসনের ক্ষেত্রে তিনটি ক্যাটাগরি নির্ধারণ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এরমধ্যে ক্যাটাগরি ‘সি’ আহতরা হলেন যারা এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং চিকিৎসা শেষে স্বাভাবিক কাজকর্ম করতে সক্ষম হবেন।