Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নসরুল হামিদের ২০০ কোটি টাকার জমি জব্দের আদেশ

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৫ ১৯:২৯ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ২০:১৩

ঢাকা: দুর্নীতির অভিযোগে সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর নামে থাকা ২০০ কোটি টাকা মূল্যের ৩৭ দশমিক ৯৫ শতাংশ জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। এ সম্পদ জব্দের আদেশ চেয়ে আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম।

দুদকের আবেদনে বলা হয়, নসরুল হামিদের নামে রাজধানীর গুলশান আবাসিক এলাকায় থাকা এ স্থাবর সম্পদ অর্জনের তথ্য অনুসন্ধানে বেরিয়ে এসেছে। তিনি এসব সম্পদ হস্তান্তর বা বিক্রির চেষ্টা করছেন৷ সুষ্ঠু তদন্তের স্বার্থে তার এ সম্পত্তি জব্দের আদেশ দেওয়া একান্ত প্রয়োজন।

এর আগে, ২০ এপ্রিল নসরুল হামিদের ঢাকার একটি ফ্ল্যাট, তিনটি অ্যাপার্টমেন্ট, তিনটি গাড়ি জব্দ ও ৭০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন একই আদালত। এসব হিসাবে ৩৭ কোটি ৯৬ লাখ ৪৯ হাজার ৭৪৭ টাকা রয়েছে।

সারাবাংলা/আরএম/আরএস 

দুদক নসরুল হামিদ

বিজ্ঞাপন

মহান মে দিবস আজ
১ মে ২০২৫ ০০:০৬

আরো

সম্পর্কিত খবর