Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘টিকা ক্রয়ের জন্য যথেষ্ট বরাদ্দ গ্রহণ করা হয়েছে’


৩০ এপ্রিল ২০২৫ ১৯:৪৬ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ২৩:৫৫

ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেছেন, আমরা দায়িত্ব গ্রহণের পর টিকার যে ঘাটতি দেখা দিয়েছিল, তা সফলভাবে মোকাবিলা করছি এবং বাজেট বরাদ্দের মাধমে টিকার সাপ্লাই নিশ্চিত করেছি। এ বছরও টিকা ক্রয়ের জন্য যথেষ্ট বরাদ্দ গ্রহণ করা হয়েছে। টিকা ক্রয়ের কাজে ইউনিসেফ আমাদের যথেষ্ট সহায়তা করছে। সবাই একসঙ্গে কাজ করলে আমরা টিকাদান প্রোগ্রামকে আরো সফল করতে পারবো।

বিজ্ঞাপন

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিশ্ব টিকাদান সপ্তাহ-২০২৫ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান বলেন, গত ৪৫ বছরে বাংলাদেশ টিকাদান কার্যক্রমে আমরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করছি এবং ভ্যাকসিন-প্রতিরোধযোগ্য রোগ (ভিপিডি) নির্মূল বা নিয়ন্ত্রণেও যথেষ্ঠ অগ্রগতি অর্জন করতে সামর্থ্য হয়েছি। বর্তমানে আমরা টিকাদান কার্যক্রমকে আরো জোরদার করতে কাজ করে যাচ্ছি।

ইউনিসেফের হেল্‌থ ম্যানেজার ডা. রিয়াদ মাহমুদ বলেন, ইপিআই একটি মূল্যবান বিনিয়োগ, যেখানে প্রতি ১ মার্কিন ডলার বিনিয়োগের জন্য ২৫.৪ মার্কিন ডলার লাভ হয়। ইপিআই এবং এমআইএস ইউনিসেফের কারিগরি সহায়তায় টিকাদান কার্যক্রমে বৈপ্লবিক উদ্ভাবন নিয়ে এসেছে (যেমন ভ্যাক্সইপিআই, ই-ট্রাকার, জিআইএসভিত্তিক অনলাইন মাইক্রোপ্ল্যান, এবং ই-ভিএলএমআইএস)।

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এবং গ্যাভী সিএসও স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ডা. নিজাম উদ্দিন আহমেদ।

আলোচনা সভায় সঞ্চালনা ও স্বাগত বক্তব্য প্রদান করেন ইউনিসেফ বাংলাদেশ ও স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের পলিসি অ্যাডভাইজার এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশের টিকাদান কর্মসূচির সাফল্য, বিদ্যমান প্রতিবন্ধকতা এবং উত্তরণের উপায়সমূহ নিয়ে আলোচনা মাধ্যমে বাংলাদেশের প্রতিটি মানুষের টিকা প্রাপ্তি নিশ্চিতকরনে সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে পারলেই আজকের এই আলোচনা সভার সার্থকতা অর্জিত হবে বলেই আমাদের বিশ্বাস।

বিজ্ঞাপন

সভায় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মো. আবু জাফর (মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর), অধ্যাপক ডা. শেখ ছাইদুল হক (অতিরিক্ত মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর), ডা. মো. শিব্বির আহমেদ ওসমানী (যুগ্মসচিব, স্বাস্থ্য সেবা বিভাগ), মো. মহসীন (যুগ্মসচিব, স্বাস্থ্য সেবা বিভাগ) এবং ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান (প্রোগ্রাম ম্যানেজার, ইপিআই, স্বাস্থ্য সেবা অধিদপ্তর) প্রমুখ।

টিকা ক্রয়