Monday 29 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় সড়ক দুর্ঘটনায় ২ নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৫ ২০:০৯ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

প্রতীকী ছবি

খুলনা: খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার নর্নিয়া গ্রামের রশিদের বাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ডুমুরিয়া উপজেলার নর্নিয়া গ্রামের আ. রশিদের স্ত্রী রিজিয়া খাতুন (৪৮) এবং একই এলাকার ফজর আলীর স্ত্রী রোকেয়া বেগম (৬০)।

স্থানীয়রা জানায়, বিকেল ৫টার দিকে ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্রামের রিজিয়া খাতুন ও রোকেয়া বেগম রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা যশোরগামী তেলবাহী ট্রাক (নওগাঁ-ঢ ০৮-০০০২) নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুই নারীর শরীরের ওপর দিয়ে উঠিয়ে দেয় এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ তেলের ট্রাকটি আটক করেছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো