Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইঞ্জিনিয়ার তুহিনের মুক্তির দাবিতে নীলফামারীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৫ ১৯:৫৪ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ১৯:৫৭

জেলা জজ আদালত প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ

নীলফামারী: সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নিঃশর্ত মুক্তির দাবিতে নীলফামারীতে বিক্ষোভ ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে জেলা জজ আদালত প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান খান রিনোর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি রবিউল আলম আহসান প্রামানিক ও সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা সজীব।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তারা অবিলম্বে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তির দাবি জানান। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা রাজনৈতিক প্রতিহিংসা থেকে তুহিন ভাইয়ের নামে মিথ্যা মামলা দায়ের করেছেন। আমরা তার নিঃশর্ত মুক্তি চাই। যদি দ্রুত মুক্তি না দেওয়া হয়, তাহলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।’

সারাবাংলা/এইচআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর