রানওয়েতে কুকুরের উৎপাত, চসিক মেয়রের দ্বারস্থ বিমানবন্দর কর্তৃপক্ষ
৩০ এপ্রিল ২০২৫ ২০:০২ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ২৩:৫৫
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে কুকুরের উৎপাতে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। এতে অতিষ্ঠ হয়ে পড়েছেন বিমানের পাইলটরা। তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে রানওয়ে থেকে কুকুর সরানোর অনুরোধ করে চট্টগ্রাম সিটি করপোরেশনের দ্বারস্থ হয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর গত ২১ এপ্রিল এ বিষয়ে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনকে চিঠি দিয়েছেন।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘বিমানবন্দরের অ্যাপ্রোন ও রানওয়েসংলগ্ন এলাকায় ইদানিং কুকুরের উৎপাত আশঙ্কাজনক হারে বেড়েছে। এতে বিমানবন্দরের অপারেশনাল কার্যক্রম ও নিরাপত্তায় বিঘ্ন ঘটছে। কুকুরের কারণে প্রায়ই বিমানের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটছে। বিভিন্ন বিমানের পাইলটরা একাধিকবার এ বিষয়ে পরিচালকের দফতরে অভিযোগ করেছেন।’
বিমানবন্দরে নিরাপদে ফ্লাইট উড্ডয়ন ও অবতরণের জন্য জরুরি ভিত্তিতে কুকুরের উৎপাত বন্ধের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রকে অনুরোধ করেছেন পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর।
জানতে চাইলে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল সারাবাংলাকে বলেন, ‘রানওয়েতে অনেক কুকুর ঢুকে পড়েছে। শুধু কুকুর নয়, শিয়ালের সংখ্যাও বেড়েছে। কুকুর-শিয়ালের উৎপাতে বিমানবন্দরে অপারেশনাল কার্যক্রমে ঝুঁকি তৈরি হয়েছে। আমাদের পক্ষে তো এ বিষয়ে কিছু করা সম্ভব নয়। সিটি করপোরেশনকে চিঠি দিয়ে বলা হয়েছে ব্যবস্থা নিতে। অন্তত কুকুরগুলো যেন রানওয়ে থেকে সরিয়ে নেওয়া হয়, সেটা বলা হয়েছে।’
চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম আগামী সাধারণ সভায় বিমানবন্দর কর্তৃপক্ষের চিঠির বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন।
সারাবাংলা/আরডি/পিটিএম