Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জ্বালানি তেলের দাম কমিয়ে প্রজ্ঞাপন জারি

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৫ ২০:২২ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ২০:৩০

ছবি: সংগৃহীত

ঢাকা: জ্বালানি তেলের দাম এক টাকা কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জ্বালানি বিভাগ। একইসঙ্গে দাম কমানো হয়েছে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম। মে মাসের জন্য নির্ধারিত এ নতুন দাম রাত থেকেই কার্যকর হচ্ছে।

বুধবার (৩০ এপ্রিল) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মো. আব্দুল হালিম সই করা প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে প্রাইসিং ফর্মুলার আলোকে ২০২৫ সালের মে মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্য জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে বিদ্যমান মূল্য কাঠামো অনুযায়ী ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম কমানো হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, মে মাসে ডিজেল প্রতি লিটার ১০৪ টাকা, কেরোসিন ১০৪ টাকা, অকটেন ১২৫ টাকা এবং পেট্রোল ১২১ টাকায় বিক্রি হবে।

সারাবাংলা/জেআর/এইচআই

জ্বালানি তেল পেট্রোল প্রজ্ঞাপন

বিজ্ঞাপন

মহান মে দিবস আজ
১ মে ২০২৫ ০০:০৬

আরো

সম্পর্কিত খবর