শরীয়তপুর: ৭ দিন ধরে আত্মগোপনে রয়েছেন শরীয়তপুরের পালং মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাসুদুর রহমান। গত ২৪ এপ্রিল থেকে ছুটি না নিয়ে ৭ দিন ধরে কর্মস্থলে অনুপস্থিত আছেন। মাসুদুর রহমান জুলাই গণ-অভ্যুত্থানের সময় ঢাকার আশুলিয়ায় ছয়জনের মরদেহ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি। ধারণা করা যাচ্ছে, গ্রেফতার এড়াতে থানা থেকে অনুপস্থিত আছেন সে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের সময় আশুলিয়ায় গুলিবিদ্ধ হয়ে ছয়জন নিহত হন। আশুলিয়া থানার সামনেই পুলিশভ্যানে নিহত ব্যক্তিদের মরদেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। ওই ঘটনায় শহিদ সাজ্জাদ হোসেন সজলের মা শাহীনা বেগম বাদী হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০ জনকে আসামি করা হয়। মামলার ২৭ নম্বর আসামি মাসুদুর রহমান। তিনি তখন সাভারের আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। এরপর মাসুদুরকে শরীয়তপুর জেলা পুলিশে বদলি করা হয়। তিনি গত বছর ১৫ সেপ্টেম্বর জেলা পুলিশে যোগদান করেন। তারপর শরীয়তপুরের পুলিশ সুপার তাকে ১২ ডিসেম্বর সদরের পালং মডেল থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে পদায়ন করেন।
এ ব্যাপারে পালং মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাসুদুর রহমানের বক্তব্যের জন্য বারবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
পালং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন বলেন, গত ২৪ এপ্রিল থেকে মাসুদুর রহমান থানায় অনুপস্থিত। সন্ধ্যার পর আমি থানায় এসে তাকে পাইনি। তার কাছে জরুরি ফোন এসেছে, তার মা অসুস্থ, তাকে ঢাকায় যেতে হবে অন্য সহকর্মীদের কাছে এমন বলে তিনি চলে গেছেন। সে কোথায় আছেন, তা আমরা জানি না। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।