Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাদ বাগান করলেই ৫ শতাংশ কর রেয়াতের ঘোষণা ডিএনসিসির

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৫ ২১:১৪ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ২১:২৬

ঢাকা: বাড়িতে ছাদ বাগান এবং আঙিনায় বাগান করলে পাঁচ শতাংশ কর রেয়াত পাওয়া যাবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৬ষ্ঠ করপোরেশন সভায় তিনি এ কথা বলেন।

মোহাম্মদ এজাজ বলেন, আগামী ১১ মে থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ট্যাক্স মেলা আয়োজন করা হবে, যেখানে নাগরিকরা সহজেই ট্যাক্স দিতে পারবেন ও বিশেষ রেয়াত সুবিধা পাবেন।

ডিএনসিসি এলাকায় দশ হাজারের বেশি অবৈধ অটোরিকশা চার্জিং স্টেশন রয়েছে যা বন্ধের জন্য দ্রুত জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলা হবে বলেও জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক।

৬ষ্ঠ করপোরেশন সভায় বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে নামকরণ করা চারটি স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়। এগুলো হলো— বনানীতে শহিদ জায়ান চৌধুরী খেলার মাঠকে বনানী চেয়ারম্যান বাড়ি মাঠ, মধুবাগে বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কমপ্লেক্সকে মধুবাগ কমিউনিটি সেন্টার, কালশীতে হারুন মোল্লাহ ফ্লাইওভারকে কালশী ফ্লাইওভার নামকরণ করা হয়।

সভায় বিইপিআরসি ইজিবাইক প্রজেক্ট নতুন স্ট্যান্ডার্ডাইজ মডেলের তিন চাকার স্বল্প গতিতে ই-রিকশার টাইপ-অনুমোদন ও রেজিস্ট্রেশনবিষয়ক প্রস্তাবনা প্রণয়ন করা হয়। এই প্রস্তাবনা অনুযায়ী প্রোটোটাইপ প্রস্তুত করতে প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানান প্রশাসক।

সভায় আরও উপস্থিত ছিলেন— ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগে. জেনা. মো. মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনারেল ইমরুল কায়েস চৌধুরী এবং সরকারের অন্যান্য সংস্থার প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচ/এইচআই

কর রেয়াত ছাদ বাগান ডিএনসিসি

বিজ্ঞাপন

মহান মে দিবস আজ
১ মে ২০২৫ ০০:০৬

আরো

সম্পর্কিত খবর