Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারকোপোলো ট্র্যাকারে উদ্ধার চুরি হওয়া কাভার্ডভ্যানসহ গার্মেন্টস পণ্য

সিনিয়র করেসপন্ডেন্ট 
৩০ এপ্রিল ২০২৫ ২১:২০

উদ্ধার হওয়া কাভার্ডভ্যানসহ গার্মেন্টস পণ্য

ঢাকা: কাভার্ডভ্যান বোঝাই করে রফতানির জন্য গার্মেন্টস পণ্য যাচ্ছিল চট্টগ্রাম সমুদ্রবন্দরে। পথে সীতাকুণ্ডে কয়েকজন যুবক পণ্যসহ কাভার্ডভ্যানটি চুরি করে নিয়ে যায়। তবে কাভার্ডভ্যানে কারকোপোলো জিপিএস ট্র্যাকার লাগানো থাকায় অল্প সময়ের মধ্যেই চুরি যাওয়ার ভ্যানসহ ৪০ লাখ টাকা মূল্যের গার্মেন্টস পণ্য উদ্ধার করতে সক্ষম হয় সীতাকুণ্ড থানা পুলিশ।

বুধবার (৩০ এপ্রিল) কারকোপোলো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এর আগে, শনিবার (১২ এপ্রিল) চুরির এসব মালামাল উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, গত ১১ এপ্রিল (শুক্রবার) গাজীপুরের দ্বীপ নিটওয়ার গার্মেন্টস থেকে ১ হাজার ৫৬৪টি কার্টনে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের গার্মেন্টসপণ্য নেদারল্যান্ডসে রফতানির লক্ষ্যে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা হয়। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় সীতাকুণ্ড থানা এলাকায় অজ্ঞাত কয়েকজন যুবক মালামালসহ কাভার্ডভ্যানটি চুরি করে অন্যত্র নিয়ে যায়।

পরদিন শনিবার (১২ এপ্রিল) এ ঘটনায় গাড়ির মালিক বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় একটি মামলা দায়ের করেন। সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার লাবীব আব্দুল্লাহ কারকোপোলোর জিপিএস ট্র্যাকিংয়ের সাহায্যে অভিযান পরিচালনা করে ফেনী থেকে চোরাই কাভার্ডভ্যানটিতে বহন করা গার্মেন্টস পণ্য উদ্ধার করেন। কিন্তু ভ্যানটি সেখানে পাওয়া যায়নি।

পরবর্তীতে কারকোপোলোর সহযোগিতায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোলাবাড়িয়া ট্রাঙ্ক রোড থেকে চুরি হওয়া ভ্যানটি উদ্ধার করে পুলিশ।

কারকোপোলো প্রতিনিধি জানান, চুরি হওয়া কাভার্ডভ্যানটি ফেনীতে ১ ঘণ্টা ৬ মিনিট স্থির অবস্থায় ছিল। সেই সময় চুরি হওয়া পণ্যগুলো ভ্যান থেকে সরিয়ে নেয় দুস্কৃতিকারীরা। এরপর তারা ভ্যানটি নিয়ে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় চলে যায়। পরবর্তীতে সেখান থেকেই কাভার্ডভ্যানটি উদ্ধার করে পুলিশ। কাভার্ডভ্যানটির মালিক ‘বাংলাদেশ লজিস্টিক্স’ নামক একটি প্রতিষ্ঠান।

বিজ্ঞাপন

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জামাল ও রাকিব নামে ২ জন গ্রেফতার করে আদালতে সোপার্দ করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা লাবীব আব্দুল্লাহ। তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সারাবাংলা/ইএইচটি/এইচআই

কারকোপোলো ট্র্যাকারে গার্মেন্টস পণ্য চুরি

বিজ্ঞাপন

মহান মে দিবস আজ
১ মে ২০২৫ ০০:০৬

আরো

সম্পর্কিত খবর