Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বাংলাদেশ মুসলিম লীগ

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৫ ২১:৪৯

ঢাকা: ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল)। বুধবার (৩০ এপ্রিল) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীনের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন দলটির সভাপতি ব্যারিস্টার নাসিম খান।

বিএমএল সভাপতি সংস্কারের বিষয়ে বলেন, নির্বাচন কমিশন যতটুকু তাদের এখতিয়ারের মাঝে আছে সেটুকু করতেই পারেন। আর বাকি সংস্কার নির্বাচনের পর যে দল জনগণের ভোট জয়ী হয়ে আসবে তারা করবেন।

বিজ্ঞাপন

সিইসির সঙ্গে সাক্ষাতের বিষয় জানতে চাইলে নাসিম খান বলেন, আমরা মূলত সৌজন্য সাক্ষাৎ করেছি এবং একটি স্মারকলিপি দিয়েছি। সেসঙ্গে দলের সার্বিক বিষয়ে আলোচনা করেছি।

তিনি আরও বলেন, ইসির নিবন্ধিত তালিকায় আমাদের ভুল নাম আছে। পূর্বের কমিটিতে যারা ছিল তাদেরকে অনেককেই দল থেকে আগেই বহিষ্কার করা হয়েছে। আমরা এখন কমিটি পরিবর্তন করেছি এবং নাম কারেকশন করতে চাচ্ছি।

সিইসি’র বরাবর জমা দেওয়া স্মারকলিপিতে দলটির পক্ষ থেকে নির্বাচন কমিশনকে সরকারের প্রভাব মুক্ত করা, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া, এনআইডি সেবা নির্বাচন কমিশনের নিকট রাখা, ভোটার তালিকা থেকে রোহিঙ্গাদের বাদ‌ দেওয়া, প্রবাসীদের ভোটাধিকারের ব্যবস্থা করাসহ বিভিন্ন বিষয়ে উল্লেখ করা হয়েছে। ‎

এ সময় বিএমএলের মহাসচিব রেজওয়ান মতুর্জা ও যুগ্ম মহাসচিব সাকিব খান উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনএল/এইচআই

নির্বাচন নির্বাচন কমিশন বাংলাদেশ মুসলিম লীগ বিএমএল