Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারজিসের উপস্থিতিতে এনসিপির সমাবেশে মারামারি, ধাওয়া-পালটা ধাওয়া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৫ ২২:০৮

বগুড়ায় এনসিপি ও বৈষম‌্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পালটা ধাওয়া ও মারপিটের ঘটনা ঘটেছে

বগুড়া: জেলায় এনসিপির বিক্ষোভ সমাবেশ চলাকালে এনসিপি ও বৈষম‌্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পালটা ধাওয়া ও মারপিটের ঘটনা ঘটেছে।

বুধবার (৩০ এপ্রিল) বিকেল সোয়া পাঁচটায় শহরের পৌর পার্কে টিটু মিলনায়তন প্রাঙ্গনে এনসিপি বগুড়া জেলা শাখার আয়োজনে গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, এনসিপির অনুষ্ঠান চলাকালে বিকেল পাঁচটার দিকে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজসহ কেন্দ্রীয় নেতারা মঞ্চে ওঠেন। সমাবেশ শুরুর কিছুক্ষণ পরেই ছাত্র আন্দোলনের একাংশ ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে দিতে মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করেন। এনসিপির নেতাকর্মীরা তাদের বাধা দিলে প্রথমে কথা-কাটাকাটি এবং একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। এরপর তিন দফা মারামারি ও ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এমনকি সারজিস আলম বক্তব্য দেওয়ার সময়ও উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ চলতে থাকে।

এনসিপির বগুড়া জেলা সংগঠক সাব্বির আহমেদ বলেন, আমাদের এনসিপির পূর্বনির্ধারিত বিক্ষোভ সমাবেশ গত কয়েকদিন ধরেই ভণ্ডুল করার জন্য বিভিন্ন মাধ্যমে হুমকি দিয়ে আসছিল। বৈষম্যাবিরোধী ছাত্র-আন্দোলনের বগুড়ার আহ্বায়ক মাহমুদুলের নেতৃত্বে কিছুদুষ্কৃতিকারী আমাদের অনুষ্ঠান ভণ্ডুল করতে আসলে আমাদের কর্মীরা তাদের মাঠ থেকে বের করে দেয়।

এ বিষয়ে বৈষম্যাবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়ার আহ্বায়ক মাহমুদুল হাসান, হামলাটা মূলত বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের কমিটিতে যারা ছিল তাদের ওপর হয়েছে। ঘটনাটি ঘটেছে মূলত এনসিপি গঠন করা হয়েছে রানিং জামায়াতের আমির শিবিরের সাথী, শিবির কর্মী, জামায়াত কর্মী এদের দিয়ে। সঙ্গে আওয়ামী লীগের কিছু ক্যাডার বাহিনীকে নিয়ে। এই কারণে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন সারজিসের কাছে যায় আসলে এনসিপি কেন বগুড়ায় জামায়াত কর্মী দিয়ে গঠন করা হচ্ছে। কেন বগুড়ায় আওয়ামী লীগ এনসিপির ভেতর থাকবে। এটা জানার জন্য। কিন্তু সার্জিসের কাছে আমরা পৌঁছতেই পারিনি। ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে আমাদের ওপর আক্রমণ করা হয়। আক্রমণে আমাদের অনেক আহত হয়েছেন।

বিজ্ঞাপন

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দীন বলেন, অনুষ্ঠানস্থলে কয়েকজন ছেলেপেলে ঢুকেছিল তাদেরকে দুই একটা চড় থাপ্পড় মেরে বের করে দিয়েছে। পরে রাস্তার ওপর তারা মারামারি করেছে। ওটা আমাদের আউট অব রেঞ্জ ছিল। পরে শুনলাম একজন আহত হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো কোনো পক্ষই থানায় অভিযোগ জানায়নি।

সারাবাংলা/এইচআই

এনসিপি ধাওয়া-পালটা ধাওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বিজ্ঞাপন

মহান মে দিবস আজ
১ মে ২০২৫ ০০:০৬

আরো

সম্পর্কিত খবর