Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনসিপি-ইসলামী আন্দোলন বৈঠক, ৩ বিষয়ে ঐকমত্য

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৫ ২৩:১৬

এনসিপি-ইসলামী আন্দোলন বৈঠক পরবর্তী ব্রিফিং। ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দল দু’টি মৌলিক সংস্কারসহ তিন বিষয়ে ঐকমত্য হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে তিনটি বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা হয়। সেগুলো হলো- জনদুর্ভোগ লাঘবে দ্রুত স্থানীয় নির্বাচন আয়োজন করা। গণহত্যার ও ফ্যাসিজমের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার করা। দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা। বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রাখা। মৌলিক সংস্কার শেষ করে নির্বাচন আয়োজন করা।

বিজ্ঞাপন

এছাড়া, বৈঠকে গণপরিষদ নির্বাচন ও সংসদের উভয়কক্ষে পিআর পদ্ধতির নির্বাচনসহ সংস্কার ও রাজনীতি নিয়ে উভয় দলের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। সংস্কার ও আগামীর রাজনৈতিক কৌশল নির্ধারণে একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হয়।

সারাবাংলা/এফএন/পিটিএম

ইসলামী আন্দোলন এনসিপি টপ নিউজ তিন বিষয়ে ঐকমত্য বৈঠক

বিজ্ঞাপন

মহান মে দিবস আজ
১ মে ২০২৫ ০০:০৬

আরো

সম্পর্কিত খবর