এনসিপি-ইসলামী আন্দোলন বৈঠক, ৩ বিষয়ে ঐকমত্য
৩০ এপ্রিল ২০২৫ ২৩:১৬
ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দল দু’টি মৌলিক সংস্কারসহ তিন বিষয়ে ঐকমত্য হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে তিনটি বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা হয়। সেগুলো হলো- জনদুর্ভোগ লাঘবে দ্রুত স্থানীয় নির্বাচন আয়োজন করা। গণহত্যার ও ফ্যাসিজমের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার করা। দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা। বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রাখা। মৌলিক সংস্কার শেষ করে নির্বাচন আয়োজন করা।
এছাড়া, বৈঠকে গণপরিষদ নির্বাচন ও সংসদের উভয়কক্ষে পিআর পদ্ধতির নির্বাচনসহ সংস্কার ও রাজনীতি নিয়ে উভয় দলের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। সংস্কার ও আগামীর রাজনৈতিক কৌশল নির্ধারণে একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হয়।
সারাবাংলা/এফএন/পিটিএম