Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্মার্ট টিভি-ল্যাপটপ পাচ্ছে প্রাক-প্রাথমিকের ১৫০০ বিদ্যালয়

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৫ ২৩:৩২

প্রাথমিক শিক্ষা অধিদফতর। ছবি: সংগৃহীত

ঢাকা: প্রাক-প্রাথমিক শিক্ষাকে আরও কার্যকর ও আধুনিক করতে দেশের এক থেকে দেড় হাজার সরকারি বিদ্যালয়ে স্মার্ট টিভি ও ল্যাপটপ সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার।

বুধবার (৩০ এপ্রিল) প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ কামরুল হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

জানা গেছে, ‘নেক্সট জেনারেশন প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম (এনপিইপি)’ নামে একটি নতুন কর্মসূচির আওতায় এই পরিকল্পনা নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এরই মধ্যে কর্মসূচির খসড়া উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রস্তুত করা হয়েছে। সেখানে শিক্ষার মানোন্নয়নে স্মার্ট টিভি ও ল্যাপটপ সরবরাহের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতা আরও আনন্দদায়ক ও কার্যকর হবে বলে মনে করছে অধিদফতর।

তবে স্মার্ট টিভি ও ল্যাপটপ সরবরাহের যেসব বিদ্যালয় নির্দিষ্ট শর্ত পূরণ করবে, সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। শর্তগুলো হলো- প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য নির্ধারিত আলাদা ও সজ্জিত শ্রেণিকক্ষ থাকতে হবে, প্রাক-প্রাথমিক শ্রেণিতে তুলনামূলকভাবে বেশিসংখ্যক শিক্ষার্থী থাকতে হবে, শ্রেণিকক্ষে দরজা-জানালা মজবুতসহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং দফতরিকাম নৈশপ্রহরী থাকতে হবে, নির্ধারিত শ্রেণিশিক্ষক থাকতে হবে, যিনি আইটি প্রশিক্ষণপ্রাপ্ত ও ডিজিটাল কনটেন্ট পরিচালনায় দক্ষ এবং ৪+ বয়সি শিশুদের জন্য দুই বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শ্রেণি চালু থাকতে হবে।

প্রতিটি বিভাগ থেকে নির্দিষ্ট সংখ্যক বিদ্যালয় নির্বাচিত হবে। ঢাকা বিভাগ থেকে ২৫০টি; চট্টগ্রাম খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগ থেকে ২০০টি করে এবং বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগ থেকে ১৫০টি করে বিদ্যালয় এই সুবিধা পাবে।

বিজ্ঞাপন

বিভাগীয় উপপরিচালকদের নির্দেশ দেওয়া হয়েছে, এসব শর্ত অনুসারে ২০২৩ শিক্ষাবর্ষে চালু হওয়া প্রাক-প্রাথমিক শ্রেণির বিদ্যালয়গুলো থেকে নির্বাচিত তালিকা নির্ধারিত তথ্য ছকে পূরণ করে আগামী ৪ মে’র মধ্যে ই-মেইল ও হার্ড কপিতে পাঠাতে হবে।

সারাবাংলা/এনএল/পিটিএম

প্রাক-প্রাথমিক ল্যাপটপ-স্মার্ট টিভি