শেষ হলো ২ দিনব্যাপী ‘আন্তর্জাতিক নৃত্য দিবস’
৩০ এপ্রিল ২০২৫ ২৩:৪৪
ঢাকা: আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের আয়োজনে শেষ হলো দুই দিনব্যাপী নৃত্যের অনুষ্ঠান।
বুধবার (৩০ এপ্রিল) বিকেলে জাতীয় নাট্যশালায় সমাপনী দিনের আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে ‘সেমি ক্লাসিক্যাল’ নৃত্য পরিবেশন করে নৃত্যদল ‘নৃত্যায়ন’, নৃত্য পরিচালনায় ছিলেন মনিরা পারভীন। নৃত্যদল ‘কল্পতরু’ পরিবেশন করে সমবেত নৃত্য ‘অঞ্জলী লহ মোর’। এরপর একে একে পরিবেশিত হয়, ‘বিপুল তরঙ্গ, নিখিল’, ‘লোক আঙ্গিকে নৃত্য’, সমবেত নৃত্য ‘ইন্সট্রুমেন্টাল’, ‘ধৃতি নর্তনালয়’, ‘কত্থক (তারানা)’, ‘কত্থক আঙ্গিকে নৃত্য’, ‘নৃত্যাক্ষ’, নৃত্যবৃত্তি’, ‘ভরতনাট্যম (বর্ণম)’ এবং নাচঘর’। ‘সমসাময়িক নৃত্য-উদ্ভাস্তু’ পরিবেশন করে নৃত্যদল ‘অংশী’র নৃত্যশিল্পীরা।
২ দিনব্যাপী এ আয়োজন ছিল সবার জন্য উন্মুক্ত। তাই সব বয়সী দর্শনার্থীদের উপস্থিতিতে শিল্পকলা একাডেমির নাট্যশালা অডিটোরিয়াম ছিল মুখর।
সারাবাংলা/এফএন/এইচআই