Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ পুনর্গঠনে ‘এনসিপি ডিপ্লোমা প্রকৌশলী উইং’ কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট 
৩০ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ছবি: সংগৃহীত

ঢাকা: জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে রাষ্ট্র পুনর্গঠনমূলক কাজে ‘ডিপ্লোমা প্রকৌশলীদের’ অংশীদারিত্ব নিশ্চিত করতে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি’র উদ্যোগে ও তত্ত্বাবধানে গঠিত হয়েছে ‘ডিপ্লোমা প্রকৌশলী উইং।’ এই উইং স্বতন্ত্র গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হবে।
এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর অনুমোদনক্রমে প্রকৌশলী শেখ মো. শাহ্ মঈন উদ্দিনকে সমন্বয়ক ও প্রকৌশলী মো. শেখ জামাল আবিরকে যুগ্ম-সমন্বয়ক করে ‘এনসিপি ডিপ্লোমা প্রকৌশলী উইং’ প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। দলের যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে  এ তথ্য নিশ্চিত করা হয়।
বাংলাদেশ রাষ্ট্রের পুনর্গঠন সামগ্রিকভাবে অবদান রাখতে ডিপ্লোমা প্রকৌশল ও টেকনিক্যাল কলেজ, ভোকেশনাল স্কুল ও বিএম কলেজসহ কারিগরি শিক্ষা এবং কর্মঅঞ্চলের সকল সেক্টরে ধারাবাহিক ও সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কাজ করবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএন/পিটিএম

এনসিপি এনসিপি ডিপ্লোমা প্রকৌশলী উইং গঠন

বিজ্ঞাপন

মহান মে দিবস আজ
১ মে ২০২৫ ০০:০৬

আরো

সম্পর্কিত খবর