রোহিঙ্গাদের জন্য ‘মানবিক করিডর’ নিয়ে জাতীয় সংলাপ প্রয়োজন: নাহিদ
স্টাফ করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৫ ২৩:৫১ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ২৩:৫৪
৩০ এপ্রিল ২০২৫ ২৩:৫১ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ২৩:৫৪
ঢাকা: রোহিঙ্গাদের জন্য মানবিক করিডর নিয়ে জাতীয় সংলাপ প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার (৩০ এপ্রিল) ইসলামি আন্দোলন বাংলাদেশের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।
নাহিদ ইসলাম বলেন, করিডোরের মতো জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া উচিত।
তিনি বলেন, সংবিধানের মৌলিক বিষয়গুলো জনগণের মতামত নিয়ে সংস্কার হলে তা টেকসই হবে।
সারাবাংলা/এফএন/এইচআই