নির্ধারিত সময়ে রুয়া ও রাকসু নির্বাচনের দাবিতে বিক্ষোভ
৩০ এপ্রিল ২০২৫ ২৩:৫৭
ঢাকা: রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন (রাকসু) যথা সময়ে নিশ্চিতের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার সময় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘সিন্ডিকেটের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘রুয়া নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’, ‘রাকসু নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’, ‘সিন্ডিকেট না রুয়া, রুয়া রুয়া’, ‘সিন্ডিকেট না রাকসু, রাকসু রাকসু’, ‘সিন্ডিকেটের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘ইলেকশন না সিলেকশন, ইলেকশন ইলেকশন’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।
এ সময় বক্তারা বলেন, রাকসু নির্বাচনের রোডম্যাপ থেকে নির্বাচনের আচরণবিধিসংশ্লিষ্ঠ একটি তারিখ এরই মধ্যে পার হয়ে গেছে। খসড়া ভোটার তালিকা প্রকাশ করার নির্দিষ্ট তারিখও পার হয়ে গেছে। যে গোষ্ঠী রুয়া নির্বাচনে হস্তক্ষেপ করছে একই গোষ্ঠী রাকসু নির্বাচন বানচালের চেষ্টা করছে। রুয়া নির্বাচনে আমরা দেখতে পারব রাকসু নির্বাচন কেমন হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এবং স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী সজীব বলেন, ‘রুয়া নির্বাচন ১০ মে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এটি নিয়ে নানা ধরনের টালবাহানা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা রাকসু নির্বাচন নিয়ে কোনো ধরনের টালবাহানা বরদাস্ত করব না। আপনারা জানেন, রাকসুর খসড়া ভোটার তালিকা প্রকাশের তারিখ পার হয়ে গেছে। আমরা এটি ধরে নেব, যে গোষ্ঠী রুয়া নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেছে, তারাই রাকসু নির্বাচনে হস্তক্ষেপ করছে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সালাহউদ্দিন আম্মার বলেন, ‘আমরা স্পষ্টভাবে বলে দিচ্ছি, রুয়াকে বানচাল করার অপচেষ্টা রাকসুকে বানচাল করার অপচেষ্টার একটা বড় অংশ। রুয়া নির্বাচনের ওপর নির্ভর করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কতটা গণতান্ত্রিক উপায়ে মানুষের সামনে নিজেদের তুলে ধরতে পারবে।’
তিনি আরও বলেন, ‘তারা ক্ষমতায় না এসেই যদি রুয়ার মতো একটা অরাজনৈতিক নির্বাচনে বাধা দিতে পারে তাহলে ক্ষমতায় আসার পরে তারা কতটা হিংস্র হবে, সেটা আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। তাই আমাদের আধিপত্যবাদ বিলোপ করার জন্য সর্বোচ্চ পদক্ষেপ নিতে হবে। রুয়া নির্বাচন ১০ তারিখে হওয়ার কথা, ১০ তারিখেই হতে হবে। আমরা আগামী দুয়েকদিনের মধ্যে রাকসুর ভোটার তালিকা প্রকাশের দাবি জানাই। অন্যথায় আমরা আরও কঠোর আন্দোলনে যাব।’
বিক্ষোভ পরবর্তী সমাবেশের সঞ্চালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফাহিম রেজা। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/পিটিএম