Friday 02 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্রান্সে মুসলিম তরুণ হত্যার তীব্র নিন্দা জানিয়েছে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস বাসক

ফ্রান্স করেসপন্ডেন্ট
১ মে ২০২৫ ০৮:৪১

ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস বাসক ফ্রান্স শাখার সভাপতি কবি সোহেল আহমদ ও সাধারণ সম্পাদক সাংবাদিক নজমুল হক।

ফ্রান্স: ফ্রান্সের ২৪ বছর বয়সী মুসলিম তরুণ আবু বকর সিসে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস বাসক ফ্রান্স শাখা। ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় গার্দ অঞ্চলের লা গ্রাঁ-কম্বে শহরের একটি মসজিদে নামাজরত অবস্থায় তাকে হত্যা করা হয়।

সোমবার (২৮ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে ফ্রান্স শাখার সভাপতি কবি সোহেল আহমদ ও সাধারণ সম্পাদক সাংবাদিক নজমুল হক এই হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানান।

বিজ্ঞাপন

তারা বলেন, ‘এই নৃশংস হত্যাকাণ্ড মানবতার প্রতি চরম আঘাত। আমরা আবু বকরের আত্মার মাগফেরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

তারা আরও উল্লেখ করেন, ফ্রান্সসহ ইউরোপজুড়ে ক্রমবর্ধমান ইসলামবিদ্বেষী সন্ত্রাসের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি পদক্ষেপ গ্রহণ প্রয়োজন।

বিবৃতিতে বলা হয়, ‘এটি একটি সন্ত্রাসী হামলা, যা স্পষ্টতই ধর্মীয় বিদ্বেষ দ্বারা পরিচালিত। আমরা অভিযুক্ত হামলাকারীর দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি এবং ইউরোপ ও যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান ‘সাদা সন্ত্রাসবাদ’ মোকাবেলায় একটি বৈশ্বিক নিরাপত্তা কৌশল গঠনের আহ্বান জানাচ্ছি।’

ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস বাসক ফ্রান্স শাখার নেতৃবৃন্দ মুসলিম নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে তারা বলেন, ‘এখনই সময় সব বিশ্বাসীকে ভ্রাতৃত্বের বন্ধনে ঐক্যবদ্ধ হয়ে ধর্মীয় বিদ্বেষ ও বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার। আমাদের সংগঠিত হয়ে মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতার পক্ষে একত্রে সংগ্রাম করতে হবে।’

বিজ্ঞাপন

এই নির্মম হত্যাকাণ্ড ফ্রান্সসহ ইউরোপীয় মুসলিম জনগণের মধ্যে নিরাপত্তাহীনতা ও ধর্মীয় সহিংসতা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।

ফরাসি প্রশাসনের প্রতি ধর্মীয় সহিষ্ণুতা ও মানবাধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ

ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফ্রান্স ফ্রান্সে মুসলিম তরুণ হত্যার তীব্র নিন্দা