ইতালিতে স্বাধীনতা দিবস উদযাপনে বাংলাদেশ কনস্যুলেটের বর্ণাঢ্য আয়োজন
১ মে ২০২৫ ০৮:৫৩
ইতালি : ইতালির মিলানে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ৫৪তম বার্ষিকী উপলক্ষে শহরের বাণিজ্যিক প্রাণকেন্দ্রে অবস্থিত দ্য ওয়েস্টিন প্যালেস হোটেলে এক বর্ণাঢ্য কূটনৈতিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার (২৮ এপ্রিল) উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে মিলানসহ বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধি, ইতালির রাজনৈতিক, ব্যবসায়ী, সাংবাদিক এবং প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
এ সময় মিলান কনস্যুলেটের কনসাল তাজুল ইসলাম ও শ্রম কনসাল সাব্বির আহমেদসহ দূতাবাসের অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মিলানের কনস্যুলার কোরের ডিনসহ কনস্যুলার কোরের গুরুত্বপূর্ণ দেশের কূটনীতিকগণ কনসাল জেনারেল মোহাম্মদ রফিকুল আলমকে বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে মিলানের ভাইস-সিন্দাকোসহ শহরের প্রবীণ ও উদীয়মান রাজনৈতিক নেতৃত্বের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
কনসাল জেনারেল মোহাম্মদ রফিকুল আলম তার বক্তব্যে মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার বিপ্লবের স্মৃতিচারণ করেন। একইসঙ্গে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের ভিশন এবং বাংলাদেশ-ইতালি দ্বিপাক্ষিক সম্পর্কের বহুমাত্রিক দিক তুলে ধরেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি Consiglio Commune Di Milan-এর হেড অফ ক্যাবিনেট Mr. Filippo Barberis তার বক্তব্যে মিলানে বসবাসকারী বাংলাদেশি জনগোষ্ঠীর সক্রিয় উপস্থিতি এবং ইতালির অর্থনীতিতে তাদের অবদানের প্রশংসা করেন। একইসঙ্গে তিনি বাংলাদেশ কনস্যুলেটের কার্যক্রমের প্রশংসা করেন এবং প্রবাসীদের কল্যাণে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশের পর্যটন, প্রত্নতত্ত্ব, চারুশিল্প ও সংস্কৃতিকে তুলে ধরে একটি বিশেষ ভিডিও প্রদর্শন করা হয়। অতিথিদের মনোরঞ্জনের জন্য পরিবেশিত হয় দুটি নৃত্য ও সঙ্গীত পরিবেশনা, যেখানে নদীমাতৃক বাংলাদেশ ও গ্রামবাংলার সৌন্দর্য ফুটে ওঠে।
অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিদের জন্য ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী রকমারি খাবারের আয়োজন। একইসঙ্গে কেক কাটার মাধ্যমে দিবসটির তাৎপর্যপূর্ণ উদযাপন সম্পন্ন হয়।
সারাবাংলা/এসডব্লিউ