Friday 02 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক
১ মে ২০২৫ ০৯:০৮ | আপডেট: ১ মে ২০২৫ ১১:২৫

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এবার পাকিস্তানের উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করে দিযেছে ভারত। বুধবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে, যা আগামী ২৩ মে পর্যন্ত বহাল থাকবে।

বুধবার (৩০ এপ্রিল) রাতে ইসলামাবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে নয়া দিল্লি বাণিজ্যিক ও সামরিক সব ধরনের পাকিস্তানি উড়োজাহাজ ভারতের আকাশসীমায় ঢুকতে পারবে না বলে ঘোষণা দিয়েছে।

বিজ্ঞাপন

এদিন ইসলামাবাদ দাবি করেছে, ভারত আগামী ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাতে পারে। তাই পরিস্থিতি মোকাবিলায় নিজেদের আকাশসীমার নিরাপত্তা ও বিমানবন্দরগুলোয় সতর্কতা জারি করেছে দেশটি।

নোটাম (নোটিস টু এয়ারম্যান) নোটিস জারি করে ভারত সরকার বলেছে, এখন থেকে পাকিস্তানে নিবন্ধিত, সেখান থেকে পরিচালিত কিংবা দেশটির ভাড়া বা ইজারা নেওয়া বাণিজ্যিক বা সামরিক কোনো উড়োজাহাজ ভারতের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না।

এর আগে, গত সোমবার পাকিস্তানও ভারতের উড়োজাহাজের জন্য তার দেশের আকাশসীমা বন্ধ করে দিয়েছিল।

পেহেলগামে হামলার দায়ে পাকিস্তানকে অভিযুক্ত করে ভারত এরই মধ্যে সিন্ধু পানি চুক্তি স্থগিতসহ বেশকিছু পদক্ষেপ নিয়েছে। এর পাল্টায় ইসলামাবাদও ভারতীয় বিমানের জন্য পাকিস্তানি আকাশসীমা বন্ধ, সব ধরনের বাণিজ্য ও দ্বিপক্ষীয় চুক্তি স্থগিত রাখারও ঘোষণা দিয়েছে।

দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে উত্তেজনা প্রশমনে চেষ্টা চালিয়ে যাচ্ছে আন্তর্জাতিক মহল।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ভারত ও পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গে আলাদা আলাদাভাবে ফোনে কথা বলে ‘সংঘাত এড়াতে’ অনুরোধ জানিয়েছেন।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রও উত্তেজনা আর না বাড়াতে দুই পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শিগগিরই ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলবেন বলেও জানা গেছে।

যুক্তরাজ্য তাদের দেশে থাকা ভারতীয় ও পাকিস্তানিদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে। তারা জরুরি কাজ ছাড়া জম্মু ও কাশ্মীর ভ্রমণ না করতেও নাগরিকদের অনুরোধ করেছে।

সারাবাংলা/এসডব্লিউ

ভারত-পাকিস্তান উত্তেজনা ভারতের আকাশ বন্ধ