Thursday 01 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে জয়নুল উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ মে ২০২৫ ০৯:৩১

অবৈধ স্থাপনা উচ্ছেদ।

ময়মনসিংহ: ব্রহ্মপুত্র নদের তীরে ময়মনসিংহ নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন ও সিটি করপোরেশনে (মসিক)।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে এই অভিযান পরিচালিত হয়।

এ সময় শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কের ভেতরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এবং পার্কের ভেতর রাস্তার পাশে কয়েকটি দোকান উচ্ছেদ করা হয়। এছাড়াও বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়।

ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলমের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মাজিদসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসডব্লিউ

অবৈধ স্থাপনা উচ্ছেদ শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্ক