Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মে দিবসে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজন

স্পেশাল করেসপন্ডেন্ট
১ মে ২০২৫ ১০:৪১ | আপডেট: ১ মে ২০২৫ ১৫:০৫

মহান মে দিবসের শোভাযাত্রা।

ঢাকা: বরাবরের মতো এবারও সরকারিভাবে পালন করা হলো মহান মে দিবস। দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (১ মে) সকালে রাজধানীর খামারবাড়িতে অনুষ্ঠিত হয় বনার্ঢ্য শোভাযাত্রা। বাদ্যযন্ত্র ও নানা সাজে সাজানো হয় এই শোভাযাত্রা।

‘মালিক শ্রমিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে’ এই প্রতিপাদ্য নিয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে এই শোভাযাত্রায় শ্রমিকেরাও অংশ নেন।

শোভাযাত্রাটি খামারবাড়ি শেষে শুরু হয়ে ফার্মগেট এলাকার সড়ক প্রদক্ষিন করে শেষ হয়। এরপর মে দিবসের মূল আয়োজন অনুষ্ঠিত হবে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এসডব্লিউ

মহান মে দিবস মে দিবসের শোভাযাত্রা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর