Thursday 01 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেট জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ মে ২০২৫ ১১:৫২

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান গ্রেফতার।

সিলেট: জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) দিবাগত রাতে সিলেট নগরীর শেখঘাটের বাসা থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ।

মাহফুজুর রহমানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। পুলিশ জানায়, তাকে এসব মামলায় গ্রেফতার করা হয়েছে।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক সারাবাংলাকে জানান, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। তাকে ওই সব মামলায় গ্রেফতার করা হয়েছে। আজ দুপুরে তাকে আদালতে হাজির করা হবে।

সারাবাংলা/এসডব্লিউ

সিলেট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার