Thursday 01 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রমিক দিবসের সমাবেশ, পল্টনে জড়ো হচ্ছে মিছিলের পর মিছিল

স্পেশাল করেসপন্ডেন্ট
১ মে ২০২৫ ১৩:০০ | আপডেট: ১ মে ২০২৫ ১৫:৩৫

মিছিল নিয়ে পল্টন মোড়ে জড়ো হচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ছবি: সারাবাংলা

ঢাকা: আজ মহান মে দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবসও বলা হয়। দিবসটি উপলক্ষে রাজধানীর পল্টন মোড়ে সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। এরই মধ্যে সমাবেশ শুরু হয়েছে। আর এতে যোগ দিতে বিভিন্ন স্থান থেকে পল্টন মোড়ে মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১ মে) সকাল ৯টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শ্রমিক দিবসের অনুষ্ঠান শুরু হয়। এ সময় ঢাকা মহানগর উত্তর-দক্ষিণসহ বিভিন্ন স্থানের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত হন।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা গেছে, এদিন সকাল ৮টার পর থেকে রাজধানীর বাড্ডা, মিরপুর, উত্তরা, মোহাম্মদপুর, যাত্রাবাড়ী, মগবাজার থেকে নেতাকর্মীরা শ্রমিকদের অধিকার আদায়ে বিভিন্ন স্লোগান নিয়ে পল্টন মোড়ে জড়ো হচ্ছেন। বেলা ১২টার দিকেও রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হতে দেখা গেছে পল্টন মোড়ে।

শ্রমিক ফেডারেশনের সভাপতি সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দিবেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এছাড়া কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা বক্তব্য দিবেন।

সারাবাংলা/জেআর/এমপি

মহান মে দিবস শ্রমিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর