বর্ণাঢ্য র্যালি ও মিছিলে শ্রমিকের অধিকার নিশ্চিতের দাবি
১ মে ২০২৫ ১৩:২৮
ঢাকা: জাতীয় নূন্যতম মজুরি ৩০ হাজার টাকা, মাতৃত্বকালীন ৬ মাসের ছুটির আইন, ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিত করাসহ বিভিন্ন দাবি তুলে ধরে সারাদেশে বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে মহান মে দিবস। শ্রমিকের অধিকার নিশ্চিত করার বিভিন্ন দাবি তুলে মিছিলে উত্তাল হয়ে উঠে রাজধানীর জাতীয় প্রেসক্লাব এলাকা। সকাল থেকেই বিভিন্ন সড়কে দেখা যায় নানা শ্রমিক সংগঠনের মিছিল ও র্যালি। বিজয়নগরের শ্রম ভবন, পল্টন মোড় ও প্রেসক্লাব এলাকা শ্রমিকের অধিকার আদায়ের রঙ লাল রঙে ছেয়ে যায়। মিছিল আর স্লোগানে উত্তাল হয় পুরো এলাকা।
বৃহস্পতিবার (১ মে) দুপুর পর্যন্ত মহান মে দিবসে রাজধানীর এসব এলাকায় এমন চিত্র দেখা গেছে।
এদিকে, নানা কর্মসূচিতে এবার পালিত হচ্ছে মহান মে দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য-‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’। সকালে প্রেসক্লাব এলাকায় ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টার, গ্রীন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস), ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিলের মতো সংগঠনগুলোর ব্যানারে র্যালি ও স্লোগান হতে দেখা গেছে। এছাড়া দেশের সবগুলো শ্রমিক সংগঠনই র্যালি ও সভা-সমাবেশ করছে।
পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, ট্রেড ইউনিয়ন ও শ্রমিক ফেডারেশনসহ বিভিন্ন সংগঠন পৃথক কর্মসূচি পালন করছে। দিবসটি উপলক্ষে রাজধানীতে ‘শ্রমিক সমাবেশ’ করবে জাতীয়তাবাদী শ্রমিক দল। বৃহস্পতিবার দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সমাবেশ।
শ্রমিক দলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন। এছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খানসহ দলের সিনিয়র নেতারা বক্তব্য দিবেন। ঢাকাসহ তার আশপাশের শিল্পাঞ্চল থেকে শ্রমিকরা এ সমাবেশে অংশ নেবেন বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এদিকে, রাজধানী ঢাকায় সকাল থেকেই বিভিন্ন সড়কে শ্রমিক সংগঠনগুলোর মিছিল দেখা গেছে। এসব র্যালি ও মিছিলে জাতীয় নূন্যতম মজুরি ৩০ হাজার টাকা, মাতৃত্বকালীন ৬ মাসের ছুটির আইন, ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিত করা, আইএলও কনভেনশন অনুসমর্থন, নারীর মাতৃত্বকালীন ছুটির বৈষম্য সাংবিধানিক অধিকারের পরিপন্থী, কাজ ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করে বৈষম্য দূর করে এবং শ্রমিকের ৮ ঘণ্টা কাজ, ৮ ঘণ্টা বিশ্রাম এবং ৮ ঘণ্টা বিনোদন নিশ্চিত করাসহ একাধিক প্ল্যাকার্ড দেখা গেছে।
মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি করেছে ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল। রাজধানীর শ্রম ভবনের সামনে থেকে শুরু হয়ে এই সংগঠনটির র্যালি প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।
‘বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই, সকল শ্রমিকের জন্য শ্রম আইনের সুরক্ষা’ এই স্লোগানকে সামনে রেখে মানববন্ধন ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)। সকালে রাজধানীর নয়াপল্টন থেকে এই সংগঠনের ব্যানারে একটি র্যালি বের হয়। এতে বিভিন্ন সেক্টরের ট্রেড ইউনিয়ন নেতা, জলবায়ু পরিবর্তন এবং জাস্ট ট্রানজিশন ইস্যুতে কাজ করা বিভিন্ন শ্রম অধিকার বিষয়ক সংগঠন, গৃহ শ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক এর প্রতিনিধি, পরিচর্যা কর্মীদের অধিকার নিয়ে কাজ করা প্ল্যাটফর্ম, জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনসমূহের প্রতিনিধিরা অংশ নেন। আয়োজনটিতে শ্রম সংস্কার কমিশনের প্রধান এবং বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ উপস্থিত ছিলেন।

মিছিল নিয়ে পল্টন মোড়ে জড়ো হচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ছবি: সারাবাংলা
মে দিবস উপলক্ষ্যে সংগঠনটির দাবিগুলোর মধ্যে শ্রমিকের ৮ ঘণ্টা কাজ, ৮ ঘণ্টা বিশ্রাম এবং ৮ ঘণ্টা বিনোদন নিশ্চিত করা; জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করা; জাতীয় ন্যায্য রূপান্তর কৌশল কাঠামো প্রণয়ন করা; জাতীয় জলবায়ু ও ন্যায্য রূপান্তর তহবিল গঠন করা; সবুজ রূপান্তরে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সামাজিক সুরক্ষা, পুনর্বাসন, আপ-স্কিলিং ও রি-স্কিলিং নিশ্চিত করা এবং পরিচর্যা কর্মীদের জন্য দৈনিক ৮ ঘণ্টা কাজ, নিরাপদ ও শোভন কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি উল্লেখযোগ্য।
সারাবাংলা/ইএইচটি/এমপি
নোবেল বিজয়ীর অধিকারের যাঁতাকলে পিষ্ট শ্রমিকের অধিকার মহান মে দিবস শ্রমজীবী