ঢাকা: নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি টেক্সটাইল মিলে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৪ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ৮টার দিকে রুপগঞ্জ কাজীপাড়া মঞ্জু টেক্সটাইল মিলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- কারখানাটির একাউন্টস অফিসার সাইফুল ইসলাম (২০), নিরাপত্তা কর্মী কবির হোসেন (৪৫) ও হান্নান (৫২) ও সাইফুল(২৮)
দগ্ধ সাইফুল ইসলামের বাবা মো. ফারুক আহমেদ জানান, মঞ্জু টেক্সটাইল মিলে অ্যাকাউন্ট অফিসার তার ছেলে। প্রায় দেড় বছর যাবত সেখানে কাজ করেন সাইফুল। আজ মে দিবসে সব কারখানা বন্ধ থাকলেও ওই কারখানাটি খোলা ছিল। সকালে কাজের উদ্দেশ্যে কারখানায় গিয়েছিল সাইফুল।
ছেলের বরাত দিয়ে তিনি আরও জানান, সকালে কারখানায় গিয়ে গেট দিয়ে ঢোকার সময় গ্যাসের প্রকট গন্ধ পান তিনি। এর কিছুক্ষণের মধ্যেই সেখানে হঠাৎ বিস্ফোরণ হয়। এতে সাইফুলসহ আশপাশে থাকা আরও তিনজন দগ্ধ হন। তখন কারখানার কর্মচারীরা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পরবর্তীতে তাদেরকে সেখান থেকে ঢাকায় নিয়ে আসা হয়।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, নারায়ণগঞ্জ থেকে বিস্ফোরণের ঘটনায় চারজন রোগী হাসপাতালে এসেছেন। এদের মধ্যে সাইফুল (২৮) নামে একজনের শরীরে ৩ শতাংশ পুড়ে গেছে। তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া সাইফুল ইসলামের শরীরের ৪০ শতাংশ হান্নানের ৩৪ শতাংশ ও কবিরের ৫৩ শতাংশ দগ্ধ হয়েছে। পাশাপাশি তাদের শ্বাসনালীও দগ্ধ হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় এই তিনজনকে ভর্তি রাখা হয়েছে।