Thursday 01 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মে দিবসেও দুবেলা খাবার জোটাতে কাজে ব্যস্ত শ্রমিকরা

স্টাফ করেসপন্ডেন্ট
১ মে ২০২৫ ১৫:৪৮ | আপডেট: ১ মে ২০২৫ ১৭:২৭

আজকের দিনেও কাজে ব্যস্ত শ্রমিকরা। ছবি: সারাবাংলা

ঢাকা: কারো মাথায় বাধা লাল ফিতা। আবার কারো হাতে লাল প্ল্যাকার্ড। মহান মে দিবসে একদিকে যখন অধিকার আদায়ে সোচ্চার শ্রমিক ও সংগঠনগুলো, ঠিক তার উলটো পাশেই দেখা যায় কীভাবে এই দিনটিতেও কাজ করে যাচ্ছেন শ্রমজীবীরা।

বৃহস্পতিবার (১ মে) রাজধানীর বিভিন্ন জায়গায় জীবন-জীবিকার তাগিদে কাজ করে যাচ্ছেন শ্রমজীবীরা। তাদের অনেকেই আবার জানেন না মে দিবস কি? আবার অনেকেই জেনেও বাধ্য হয়ে কাজ করছেন।

পল্টনে একদিকে সমাবেশ চলছে ঠিক তার উলটো দিকে রাস্তায় কাজ করছেন নুরজাহান বেগম।

সারাবাংলাকে তিনি বলেন, ‘কাজ না করলে খাবো কি? সংসারে চার ছেলে মেয়ে। দিন শেষে কাজ করে ৫০০ থেকে ৭০০ টাকা পেলেও বর্তমান বাজারের মূল্যে দিন শেষে কোনো টাকা থাকে না।’

৭০ বছরের আনোয়ার ইসলাম সারাবাংলাকে বলেন, ‘জীবনের শেষ দিকে এসেও রাস্তায় কোদাল দিয়ে কাজ করতে হচ্ছে। এমন জীবন আমাগো কাজ না করলে না খেয়ে থাকতে হইবো।’

শুধুমাত্র নুরজাহান বা আনোয়ার ইসলামই না, তাদের মতো অসংখ্য শ্রমিকদের জীবনেই আজকের শ্রমিক দিবসের কোনো বাস্তব প্রভাব নেই।

এই শ্রমিক দিবসে তাদের এটাই চাওয়া যেন তারা কাজ করে দুবেলা খাবার খেতে পারেন। তারা যেন নিশ্চয়তা পান। আর সেজন্য দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে রাখা, তাদের প্রতি মালিকপক্ষের সদয় আচরণ এবং তাদের জীবনমান আরও উন্নয়ন হওয়ার কামনা করেন তারা।

সারাবাংলা/এনএল/এসডব্লিউ

আন্তর্জাতিক শ্রমিক দিবস মে দিবস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর