Thursday 01 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাদেশে বজ্রপাতে সতর্কতা জারি

স্পেশাল করেসপন্ডেন্ট
১ মে ২০২৫ ১৬:০৬ | আপডেট: ১ মে ২০২৫ ১৭:২৭

বজ্রপাত (প্রতীকী ছবি)

ঢাকা: রাজধানী ঢাকাসহ সারাদেশে বজ্রপাতের সতর্ককতা জারি করেছে আবহাওয়া অধিদফতর। সেখানে বলা হয়েছে বিকাল ৫টা পর্যন্ত বজ্রপাতের ঝুঁকি রয়েছে। একই সঙ্গে দেশের কিছু কিছু এলাকায় দমকা হাওয়াসহ ও শিলাবৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার (১ মে) আবহাওয়াবিদ ড. মুহম্মদ বজলুর রশিদের সই করা বজ্রপাতের পূর্বাভাসে বলা হয়, সকাল পৌনে ১২ টা থেকে পরবর্তী ২ থেকে ৬ ঘন্টার মধ্যে ঢাকা, শেরপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, ও সিলেট জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া, ঝড়োহাওয়াসহ বৃষ্টি, বজ্র বৃষ্টি এবং বজ্রপাত হতে পারে।

বিজ্ঞাপন

পূর্বাভাসে বজ্রপাতে করনীয় বিষয়েও উল্লেখ করা হয়। সেগুলো হলো:

  • বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকা।
  • দরজা ও জানালা বন্ধ করে রাখা।
  • সম্ভব হলে যাত্রা এরিয়ে চলা।
  • নিরাপদে আশ্রয় নেওয়া।
  • গাছের নিচে আশ্রয় না নেওয়া।
  • কংক্রিটের মেঝে না শোয়া এবং দেয়ালে হেলান না দেওয়া।
  • বৈদ্যুতিক ও ইলেক্ট্রিক ডিভাইস খুলে রাখা।
  • জলাশয়ে অবস্থান না করা।
  • বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকা এবং
  • শিলাবৃষ্টির সময় ঘরে অবস্থান করুন।

সারাবাংলা/জেআর/এমপি

বজ্রপাত সতর্কতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর