নিরাপদে সৌদি আরব পৌঁছেছেন ১১ হাজারের বেশি হজযাত্রী
১ মে ২০২৫ ১৬:৪৮ | আপডেট: ১ মে ২০২৫ ১৯:২৯
ঢাকা: গত তিন দিনে সৌদিআরবে পৌঁছেছেন ১১ হাজার ৬০ জন যাত্রী। মোট ২৭টি ফ্লাইটে এসব যাত্রী নিরাপদে দেশটিতে পৌঁছেছেন।
বৃহস্পতিবার (১ মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এবার ভিসা জটিলতা কেটে যাওয়া আর নতুন সফটওয়্যার চালু করায় মুসুল্লিরা নিরাপদে এবং কোনো রকম জটিলতা ছাড়াই ভ্রমণ করতে পারছেন। এর আগে সোমবার (২৮ এপ্রিল) রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে এই হজের প্রথম ফ্লাইট উদ্বোধন করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। এরপর ওইদিন দিবাগত রাত ২টা ১৫ মিনিটে সাউদিয়ার প্রথম ফ্লাইট হজরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে ৩৯৮ জন যাত্রী নিয়ে যাত্রা করে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, চলতি বছর তিনটি এয়ারলাইন্স ২৩২ প্রাক হজ ফ্লাইটের মাধ্যমে হজযাত্রী পরিবহন করবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১১৮টি প্রাক হজ ফ্লাইটে ৪৪ হাজার ৩০৭জন, সাউদিয়া ৮০টি ফ্লাইটে ৩২ হাজার ৭৪০ জন এবং ফ্লাইনাস ৩৪টি ফ্লাইটে ১৩ হাজার ৬৫ জন হজযাত্রী পরিবহন করবে।
উল্লেখ্য, চলতি বছরে বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন মুসুল্লী সৌদি আরবে হজ করার সুযোগ পাচ্ছেন। এরমধ্যে ৫২০০ জন সরকারি ব্যবস্থাপনায় বাকি ৮১ হাজার ৯০০ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে পারবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত ২৮ এপ্রিল থেকে শুরু হওয়া হজ ফ্লাইট চলবে আগামী ৩১ মে পর্যন্ত। আর ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুলাই।
সারাবাংলা/জেআর/এমপি