Thursday 01 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রমিকদের গায়ের ঘাম আমার কাছে আতরের মতো: জামায়াতের আমির

স্টাফ করেসপন্ডেন্ট
১ মে ২০২৫ ১৭:০০ | আপডেট: ১ মে ২০২৫ ১৯:২৯

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সারাবাংলা

ঢাকা: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মালিক তার শ্রমিককে ভালোবাসা দিয়ে কাছে টেনে নিলে, সেই শ্রমিক জীবন দিয়ে হলেও তার শ্রমের শতভাগ দেবেন। মালিক ও শ্রমিকের সমন্বয়ে একটা কর্ম উপযোগী সমাজ গড়ে তুলতে হবে। শ্রমিকদের গায়ের ঘাম আমার কাছে আতরের মতো লাগে।

বৃহস্পতিবার (১ মে) রাজধানীর পুরানা পল্টন মোড়ে আন্তর্জাতিক শ্রমিক দিবসে উপলক্ষ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ডা. শফিকুর রহমান বলেন, দেশের ৭০ শতাংশ মানুষ শ্রমজীবী। তাদের অধিকার উপেক্ষা করে কোনো সমাজ-দেশ এগিয়ে যেতে পারে না। আমরা আসলে মানুষের মাঝে বৈষম্য দেখতে চাই না। মালিক-শ্রমিক দ্বন্দ্ব আর চাই না। শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে। তবে শ্রমিককে বুঝতে হবে, শিল্প বা মালিক ধ্বংস হয়ে গেলে কাজও বন্ধ হয়ে যাবে।

তিনি বলেন, আমরা যদি টেকসই শান্তির বাংলাদেশ গড়তে চাই, তাহলে পরস্পরকে হাতে হাত রেখে সম্মান ও ভালোবাসা দিয়ে সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। যেদিন মালিকরা শ্রমিকদের দরদ দিয়ে মন দিয়ে ভালোবাসা সম্মান দেবেন, সেদিন শ্রমিকরা জীবন দিয়ে হলেও মালিকের পক্ষেই থাকবে। আবার শ্রমিক যদি মনে করে না, আমার মালিক আমাকে মানুষই মনে করে না তাহলে সে আর দায়িত্ব নিয়ে কিছু করবে না।

কর্মক্ষেত্রে নারীর জন্য নামাজের জায়গা রাখার দাবি জানিয়ে জামায়াতের আমির বলেন, ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে পুরুষের জন্য নামাজের ব্যবস্থা ছোট্ট করে হলেও রাখা হয়। কিন্তু মা-বোনদের জন্য নামাজের ব্যবস্থা রাখা হয় না। মালিকের প্রতি অনুরোধ করে বলবো, যারা নামাজ পড়তে চায় তাদের সে ব্যবস্থা করে দেবেন। তাদের ইবাদতে আপনারা অংশীদার হোন।

বিজ্ঞাপন

সমাবেশে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সাবেক এমপি মাওলানা আনম শামসুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ও সেক্রেটারি জেনারেল সাবেক অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল।

সারাবাংলা/এমএইচ/এমপি

আন্তর্জাতিক শ্রম দিবস জামায়াতে আমির শ্রম দিবস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর