ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি পোশাক শ্রমিকদের
১ মে ২০২৫ ১৭:২৮ | আপডেট: ১ মে ২০২৫ ২২:০৯
ঢাকা: ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানিয়েছে তৈরি পোশাক শিল্প খাতের শ্রমিকরা। তারা বলছেন, এখন যে ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরি পান তাতে বর্তমান পরিস্থিতিতে জীবন ধারণ কঠিন হয়ে পড়েছে।
বৃহস্পতিবার (১ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে মহান মে দিবসের অনুষ্ঠানে এ দাবি জানান রেডিমেট গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন। একইসঙ্গে সম্প্রতি ৯ শতাংশ ইনক্রিমেন্টের যে ঘোষণা এসেছে মালিকপক্ষ থেকে সেটার বাস্তবায়ন দেখতে চান শ্রমিকরা।
রেডিমেট গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়, শ্রমিকদের বেতন হতে হবে ন্যূনতম ৩০ হাজার টাকা। দিবস আসে দিবস যায়, কিন্তু শ্রমিকের দুঃখ বঞ্চনা শেষ হয় না।
তারা বলেন, মে দিবস বিশ্বের শ্রমিকদের সংহতি বাড়িয়েছে, শোষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা জুগিয়েছে। কিন্তু তাদের ন্যূনতম মজুরি, নিরাপদ কর্মক্ষেত্রের অধিকার যেমন এখন, আগেও এমন-ই ছিল। পিছিয়ে সামাজিক স্বীকৃতিও।
এদিকে মে দিবস উদযাপন করতে বৃহস্পতিবার (১ মে) সকাল থেকেই প্রেসক্লাব, পল্টনসহ নানা স্থানে শোভাযাত্রা নিয়ে জড়ো হতে থাকেন শ্রমিকেরা। তারা বলেন, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করা, বয়স্ক ভাতার আওতায় আনাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন তারা। এ সময় মালিকদের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করারও দাবি জানান তারা।
এ সময় শ্রমিক নেতারা শ্রম সংস্কার কমিশনের সুপারিশ কার্যকর করা, শ্রমিক-কর্মচারী ছাঁটাই-নির্যাতন হামলা মামলা দমন নিপীড়ন বন্ধ, সর্বত্রই মজুরি রোয়েদাদের ৯ শতাংশ ইনক্রিমেন্ট ও ১৮ দফা চুক্তি বাস্তবায়ন, আইএলও কনভেনশন অনুসারে অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করা, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন করা এবং জাতীয় মজুরি কমিশন গঠনসহ জাতীয় নিম্মতম মজুরি ৩০ হাজার টাকা, রেশন ও সামাজিক সুরক্ষা নিশ্চিতের দাবি জানান সরকারে কাছে।
সারাবাংলা/জেআর/পিটিএম