Thursday 01 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরায়েলে ভয়াবহ দাবানল, জরুরি অবস্থা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
১ মে ২০২৫ ১৮:২০ | আপডেট: ১ মে ২০২৫ ২২:০৯

ইসরায়েলে ভয়াবহ দাবানল। ছবি: বিবিসি

ভয়াবহ দাবানল ইসরায়েলের বেশ কয়েকটি অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে গত কয়েক দশকের মধ্যে এই দাবানল সবচেয়ে ভয়াবহ। দাবানল নিয়ন্ত্রণে আনতে পারছেন না ফায়ার সার্ভিসের কর্মীরা। এমন পরিস্থিতিতে ইসরায়েলে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে এ খবর প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়, বুধবার (৩০ এপ্রিল) জেরুজালেম-তেল আবিব মহাসড়কে আগুন লাগার পর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ‘জাতীয় জরুরি অবস্থা’ ঘোষণা করেন। যার ফলে পুলিশ রাস্তাটি বন্ধ করে দেয় ও আশেপাশের এলাকা থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়ো হয়। তীব্র বাতাস ও শুষ্কতার সংমিশ্রণে আগুনের তীব্রতা বাড়ছে। আগুন যেকোনো সময় জেরুজালেম শহরে পৌঁছাতে পারে বলে সতর্ক করেছেন তিনি।

ইসরায়েলের ফায়ার সার্ভিস জানিয়েছে, ১৫০টির বেশি ইউনিট দেশটির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে।

বেশ কয়েকটি শহরকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে, শহরের সঙ্গে বন্ধ থাকা প্রধান রাস্তাগুলি এখন যানবাহন চলাচলের জন্য পুনরায় খুলে দেওয়া হয়েছে।

অবশিষ্ট আগুন নেভানোর জন্য ইসরায়েল আন্তর্জাতিক সাহায্যের জন্য অগ্নিনির্বাপক বিমানসহ আন্তর্জাতিক সাহায্যের অনুরোধ করেছে। দেশের স্বাধীনতা দিবস উদযাপনের বেশিরভাগ কর্মসূচি বাতিল করা হয়েছে।

দাবানলে এ পর্যন্ত ৫ হাজার একর এলাকা পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি সহায়তার জন্য সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

ইসরায়েলের উদ্ধারকারী সংস্থা এমডিএ জানিয়েছে, গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই দাবানলে শত শত মানুষ ঝুঁকির সম্মুখীন। অন্তত ২৩ জনকে চিকিৎসা দেওয়ার কথা জানিয়েছে এমডিএ। তাদের মধ্যে ১৩ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। বেশিরভাগই ধোঁয়ায় শ্বাস নেওয়া ও আগুনে পোড়ার কারণে অসুস্থ হয়েছে।

এক ভিডিও বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, ‘তীব্র বাতাসের কারণে জেরুজালেমের উপকণ্ঠের দিকে, এমনকি শহরের ভেতরেও আগুন চলে আসতে পারে। আমাদের যত বেশি সম্ভব ফায়ার ইঞ্জিন আনতে হবে এবং ফায়ারব্রেক তৈরি করতে হবে। আমরা এখন জাতীয় জরুরি অবস্থার মধ্যে আছি। এই মুহূর্তে আমাদের অগ্রাধিকার, জেরুজালেমকে রক্ষা করা।’

দাবানলের কারণে জেরুজালেম-তেল আবিব প্রধান মহাসড়ক বন্ধ করে দিয়েছে পুলিশ। এ ছাড়া আশপাশের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

দাবানলে পেছনে আগুন দেওয়ার মতো ঘটনা থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন। এরই মধ্যে আগুন দেওয়ার সন্দেহে ১৮ জনকে আটক করেছে পুলিশ।

সারাবাংলা/এমপি

ইসরায়েল দাবানল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর