Thursday 01 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্যাসিস্ট বিদায় নিলেও গণতন্ত্র ফিরে আসেনি: মির্জা ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট
১ মে ২০২৫ ১৯:৫৬ | আপডেট: ১ মে ২০২৫ ২৩:৩৯

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা রাজনৈতিক অস্বাভাবিক পরিস্থিতির পরিবেশে বসবাস করছি। ফ্যাসিস্ট বিদায় নিলেও গণতন্ত্র এখনো ফিরে আসেনি।

বৃহস্পতিবার (১ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আজকে আমরা রাজনৈতিকভাবে একটা অস্বাভাবিক অবস্থায় আছি। এখনও গণতন্ত্র উদ্ধার হয়নি। জনগণ ভোটের মাধ্যমে এখনও তাদের সংসদ এবং সরকার গঠন করতে পারেনি।’

তিনি বলেন, ‘কঠিন সময়েও সংস্কারের কথা চিন্তা করে আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা দিয়েছিলেন। আজকে সমাবেশ থেকে দাবি করছি, অবিলম্বে যেসব সংস্কারে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে তা সামনে নিয়ে আসেন এবং দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন। যেগুলো একমত হয়নি তা আগামী সংসদে আলোচনা করে বাস্তবায়ন করা যাবে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘সংস্কারের কথা প্রথম বিএনপিই নিয়ে এসেছে। গণমাধ্যমের স্বাধীনতা শহিদ জিয়াউর রহমান নিয়ে এসেছিলেন। আজকে অনেক মিডিয়া এখানে দাঁড়িয়ে আছে, জিয়াউর রহমান সংস্কার করে মিডিয়ার স্বাধীনতা দিয়েছিলেন।’

শ্রমিকদের অধিকারের বিসয়ে তিনি বলেন, ‘বারবার সরকার এসেছে কিন্তু শ্রমিকদের ন্যায্য পাওনা কেউই দিতে পারেনি। দেশে সবচেয়ে বঞ্চিত খেটে খাওয়া মানুষ। প্রথম জিয়াউর রহমান উপলব্ধি করেছিলেন। শ্রমিকদের জন্য যতটুকু কল্যাণকর কাজ হয়েছে সবই বিএনপি করেছে।’

সারাবাংলা/এমএইচ/এমপি

গণতন্ত্র বিএনপি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর