রাজধানীতে বিদ্যুতায়িত হয়ে মাদরাসা ছাত্রী নিহত
১ মে ২০২৫ ২০:০৯
ঢাকা: রাজধানী গুলশান শাহজাদপুর এলাকার একটি বাসায় বিদ্যুতায়িত হয়ে লাবিবা ইসলাম জান্নাত (১১) নামের এক শিশু মারা গেছে। সে স্থানীয় একটি মাদরাসার হাফেজী বিভাগের ছাত্রী ছিল।
বৃহস্পতিবার (১ মে) বেলা সাড়ে ৩টার দিকে গুলশান শাহজাদপুরের তৃতীয় তলার বাসায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আপনি আসলে চিকিৎসক বিকাল পৌনে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে জান্নাতের বাবা মো. আব্দুল্লাহ জানান, তাদের বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার পসরা গ্রামে। বর্তমানে গুলশান শাহজাদপুরের ওই বাসায় ভাড়া থাকেন। তার মেয়ে জান্নাত স্থানীয় একটি মাদরাসায় হাফেজী বিভাগে পড়াশোনা করত।
তিনি আরও জানান, ঘটনার সময় বাসার ভেতরে খেলছিল জান্নাত। এ সময় জানালার বাইরে হাত দিলে বাহিরে থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে জান্নাতের হাত আটকে যায়। এতে জান্নাত বিদ্যুতায়িত হয়ে মেঝেতে পড়ে যায়। দেখতে পেয়ে জান্নাতকে উদ্ধার করে প্রথমে গুলশানের শিকদার মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক জান্নাতকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গুলশান এলাকা থেকে স্বজনরা ওই শিশুটিকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাসায় বিদ্যুতায়িত হয়েছিল শিশুটি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এমপি