Thursday 01 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবনাবাদ নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ মে ২০২৫ ২০:১৫

অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার।

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় রাবনাবাদ নদী থেকে অজ্ঞাত এক নারীর (৫৫) মরদেহ উদ্ধার করেছে পায়রা বন্দর নৌ-পুলিশ।

বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যা ৬টায় উপজেলার লালুয়া ইউনিয়নের বুরুজালিয়া গ্রাম সংলগ্ন ওই নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই নারী সবুজ রংয়ের ব্লাউজ পরিহিত ছিল। এছাড়া তার শরীর অক্ষত অবস্থায় ছিল। জোয়ারের স্রোতে মরদেহটি ভেসে আসতে পারে বলে স্থানীয়দের ধারণা।

পায়রা বন্দর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাওসার গাজী বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু ওই নারীর শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তাই ওই নারীর কিভাবে মৃত্যু হয়েছে সেটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

সারাবাংলা/এমপি

নারী মরদেহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর