ন্যায্য মজুরির দাবিতে উপকূলীয় মানুষের অবস্থান কর্মসূচি
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ মে ২০২৫ ২১:১১
১ মে ২০২৫ ২১:১১
সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে উপকূলীয় মানুষের ন্যায্য মজুরি নিশ্চিতের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) উপজেলার বুড়িগোলিনী ইউনিয়ন পরিষদ সংলগ্ন আশ্রয়ণ প্রকল্প প্রাঙ্গণে স্থানীয় জনগোষ্ঠী, সবুজ সংহতি, সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিম ও গবেষণা প্রতিষ্ঠান বারসিক এর সহযোগিতায় এই অবস্থান কর্মসূচি পালিত হয়।
স্থানীয় কৃষাণী কৌশল্যা মুন্ডা সভাপতিত্বে বক্তারা বলেন, উপকূলীয় এলাকায় দিনমজুরের চাহিদা অনেক বেশি। পুরুষের পাশাপাশি নারী শ্রমিকরা স্থানীয় কাঁকড়ার খামার, মাছের ঘের, নির্মাণ কাজ, মাটিকাটা, গ্রামীণ রাস্তানির্মাণ ও সংস্কার এবং কৃষিকাজ করে থাকেন। কাঁকড়ার খামারে আন্তর্জাতিক শ্রম আইন লঙ্ঘন করে ১২ ঘণ্টা পর্যন্ত কাজ করানো হয়। মজুরি দেওয়া হয় যৎসামান্য। সর্বক্ষেত্রেই ন্যায্য মজুরি বঞ্চিত হন তারা।
বুড়িগোয়ালিনী গ্রামের নারী শ্রমিক মাধবী রানী বলেন, পুরুষের সঙ্গে একই কাজ করেও আমরা অর্ধেক মজুরি পাই। হাড়ভাঙা পরিশ্রমের পরও যথাযথ মূল্যায়ন করা হয় না।
অবস্থান কর্মসূচি শেষে উপস্থিত নারী-পুরুষের সমন্বয়ে সচেতনতামূলক পথনাটক ‘ঘামের দাম কোথায়’ প্রদর্শন করা হয়।
সারাবাংলা/এইচআই